সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রামে বস্তাবন্দী অবস্থায় আজ বেলা ১১টায় অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। আজ সকালে একটি টেক্সটাইল মিলের পিছনে নির্জন স্থানে কলা খেতের মধ্যে বস্তাবন্দী লাশটি দেখতে পায় এলাকাবাসি, পরে মাধবদী থানায় খবর দিলে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা এস.আই সুবল চন্দ্র পাল বলেন লাশ দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড ঘটিয়ে এখানে ফেলে গেছে হত্যাকারীরা। প্রায় এক সপ্তাহ পূর্বের ঘটনা বলে মনে হচ্ছে। মহিলার বয়স আনুমানিক ৩০ হবে। মাথায়, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার পর এসিড দিয়ে ঝলছে দেওয়া হয়েছে মনে হচ্ছে। সর্বাধিক তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এখনো মহিলার কোন পরিচয় পাওয়া যায় নি। সংবাদ পেয়ে ঘটনাস্হলে এসেছেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাহেদ আহাম্মেদ, মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান ওসি তদন্ত তানভির আহাম্মেদ