1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্যপ্রাণী শিকারের বৈদ্যুতিক ফাঁদে হাটহাজারীতে দুই কৃষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

বন্যপ্রাণী শিকারের বৈদ্যুতিক ফাঁদে হাটহাজারীতে দুই কৃষকের মৃত্যু

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ১৬৬ বার

হাটহাজারীতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা গেছেন দুই কৃষক। নিহতরা হলেন মোহাম্মদ মিজান (৪৫) ও নজরুল ইসলাম (৪০)। মিজান হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের পশ্চিমে ১নং জঙ্গল দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ঠান্ডাছড়ি এলাকার শফি মেম্বার বাড়ীর মৃত জাহাঙ্গীর আলমের পুত্র এবং নজরুল ইসলাম মৃত মোহাম্মদ ইউসুফের পুত্র। জানা যায়, গত বৃহস্পতিবার অনুমানিক সকাল ৮টা হতে বিকাল ৫টার মধ্যে যে কোন সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর সৈয়দের ঘোনা সংলগ্ন জনৈক মান্নান কোম্পানির ধান ক্ষেতের উত্তর পশ্চিম অংশে আইলের পার্শ্বে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুই কৃষক মিজান ও নজরুল দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সৈয়দের ঘোনা মনসুরের জমিতে কৃষি কাজ সেরে ফেরার সময় ওই এলাকায় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদ চিকন তারে পেঁচিয়ে প্রাণ হারিয়ে জমিতেই পড়ে থাকেন ওরা।
জনৈক মহিলা তাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে দুই কৃষকের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা বলেন- এলাকার সৈয়দ নামীয় এক ব্যক্তি শূকর, হরিণ, সাপ ইত্যাদি বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে ওই পাহাড়জুড়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে আসছে দীর্ঘদিন যাবৎ, সে এসব প্রাণী শিকারের পরে আগুনে পুড়িয়ে হত্যার পর বিক্রি করে থাকে। ওই এলাকার মাদককারবারী ও নারী নির্যাদতনের সাথেও জড়িত সে। তার এসব কাজে তিন ভাইয়ের সিন্ডিকেট রয়েছে। এসবের প্রতিবাদ করলে নানাভাবে হয়রানী করে লোকজনকে।

এ ঘটনায় নিহত কৃষক মিজানের স্ত্রী বাদি হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মো. সৈয়দ (৫৫) ও মো. হাশেম (৫২) নামে দুই ব্যক্তিকে সুনির্দিষ্ট এবং অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি করা হয়। সুনির্দিষ্ট দুই আসামি জঙ্গল দক্ষিণ পাহাড়তলী ১নং ওয়ার্ডের সেকান্দর কলোনী এলাকার মৃত সোনা মিয়া পুত্র।

ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজির শর্মা বলেন- স্বজনরা একটি মামলা দায়ের করেছে, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net