রফিকুল ইসরাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব এসোসিয়েশন(বাপসা)‘র দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২০ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ৩ জন এবং সাধারন সম্পাদক পদে ২ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্ধিতায় সিনিয়র সহ সভাপতি ও সাংগঠনিক নিবার্চিত হয়েছে।
৫ ডিসেম্বর ২০ শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সভাপতি পদে ১জন এবং সাধারন সম্পাদক পদে ১জন ও কোষাধ্যক্ষ পদে ১ জনকে নির্বাচিত করার জন্য বিরতিহীন ভোটগ্রহন করা হয়। ইতিমধ্যে ২টি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হয়েছেন সিনিয়র সহ সভাপতি পদে মো: মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে মো: মাজহারুর ইসলাম।
বাকি ৩টি পদের প্রতিদ্বন্ধিতায় প্রার্থীত পদের বিপরিতে সভাপতি পদে সুশীল চন্দ্র াস,একেএম হাসান নুর জামান, মো: রবিউল ইসলাম, সাধারন সম্পাক পদে বক্রেশ্বর বসাক, মো: গোলাম কিবরিয়া ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী ও মো: মাহাবুব আলম প্রতিদ্বন্ধিতা করছেন। এসময় জেলার ১০৩টি ইউনিয়ন পরিষদের ১০১জন সচিব তাদের পছন্দের প্রার্থীদের মাঝে ভোট প্রদান করছেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব এসোসিয়েশন(বাপসা)‘র দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার ইউপি সচিব শম্ভুনাথ ঘোষ,নির্বাচন কমিশনার মো: রাসেল হোসেন তালুকদার,মো: রাজেউর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার ইউপি সচিব শম্ভুনাথ ঘোষ জানান,সুষ্ঠ ও শান্তির্পূণ ভাবে ভোট গ্রহন েেশষে বিকালে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করা হবে।