মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন ২নং বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত লিপিয়া পাড়া দূর্গম এলাকার মেমং মারমার বাড়িতে গত ২২ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সেই রাতে রান্না ঘরেই ঘুমাচ্ছিলেন তার দুই সন্তান মংচালা মার্মা (১২) ও উম্রা মার্মা (০৬)। ঘুমন্তাবস্থায় অগ্নিদগ্ধ হয়ে দু’ভাই-বোনের মৃত্যু হয়।
অগ্নিকান্ডের পরের দিনই উপজেলা প্রশাসন, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা সরেজমিনে পরির্দশন করে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিক সহযোগিতা করেন এবং ঘরের বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন।
ফলে জেলা প্রশাসনের অর্থায়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মেমং মারমার পরিবারের জন্য নির্মাণ করা হয় বাসগৃহ। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস নির্মিত বাসগৃহের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ জানান, গত ২২ জানুয়ারি রাতে অগ্নিকান্ডের ফলে তার দুই সন্তান ও বাড়ি পুরে যায়। ফলে তার ঘরের ব্যাপারে খাগড়াছড়ি জেলা প্রশাসককে অবহিত করি। অবশেষে জেলা প্রশাসনের অর্থায়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মেমং মারমার পরিবারের জন্য নির্মাণ করা হয় বাসগৃহ। যেটি আজ উদ্বোধন করা হলো।
জেলা প্রশাসকের কাছ থেকে ঘর পেয়ে মেমং মারমা বলেন, অগ্নিকান্ডের ফলে সন্তান হারিয়েছি মনে পড়লেই কেঁদে উঠি। যদিও সন্তানের অভাব আজীবনেও পূরণ হবার নয় কিন্তু খাগড়াছড়ি জেলা প্রশাসকের এমন আন্তরিকতায় পাঁকা ঘরে থাকার সুব্যবস্থা হয়েছে। যা নিজের অর্থে হয়তো কখনও সম্ভব হতো না।
এ সময় মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন প্রমূখ উপস্থিত ছিলেন।