শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে পৃথক স্থানে নারী-পুরুষের দুইটি লাশ উদ্ধার।মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় পৃথক স্থান থেকে এ লাশ দু’টি উদ্ধার করেছে রাউজান থানার পুলিশ।জানা যায়, রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দলই নগর এলাকার পাঁচঘাটের ঘাটায় পদ্মপুকুর থেকে ভাসমান ও গলায় ওরনার সাথে ইট বাধা অবস্থায় নাসরিন আক্তার সুবর্ণা (২৫ ) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়।ওই মহিলা রাউজান পৌর ৩ নং ওয়ার্ড শায়ের মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. মনছুর চৌধুরী স্ত্রী ও ফটিকছড়ি উপজেলার জাহানপুর গ্রামের মৃতৃ দলিলুর রহমানের মেয়ে।
নিহত ওই মহিলার ছোট বোন নাসিমা আক্তার বলেন,আমার বোন এক বছর আমাদের বাড়িতে ছিল। পেগনেট অবস্থায় ছিল ৩ মাস।পরে শ্বশুরবাড়িতে চলে আসেন।আমরা তার শ্বশুর বাড়িতে গেলে বোনকে না দেখলে তার শ্বশুর বাড়ির লোকজনের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন আমাদের ছেলে আমরা রেখে দিচ্ছি, তোমাদের বোন কোথায় গেছে জানিনা। বোনকে চারদিন খোঁজাখুঁজির করার পর রাউজান থানায় ডায়েরি করতে যাওয়ার পথে শুনতে পাই গহিরা পদ্মপুকুর থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়।গাড়ি থেকে নেমে লাশটি চেহারা দেখে নিশ্চিত হয় আমার বোন।তার শ্বশুরবাড়ির লোকজন আমার বোনকে মেরে পুকুরে ফেলে দিয়েছে এমন অভিযোগ করে তিনি।পরে পুলিশ নিহত ওই মহিলার শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীকে নিয়ে আসেন। অপরদিকে কদলপুর ইউনিয়েনের ২নং ওয়ার্ডে সোমবাইজ্জা হাটের পূর্বপাশে একটি খালের তীরে বাগান থেকে জালাল আহমেদ (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তিনি কদলপুর ইয়নিয়নের ৯নং ওয়ার্ডের ভোমর পাড়া এলাকার তানজীল আহমেদের ছেলে। ঘটনাস্থলের পাশে বোনের বাড়ি বলে নিশিচ হওয়া গেছে।এদিকে গহিরায় সহকারী পুলিশ সুপার রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম ও কদলপুরে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল্ হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন,স্থানীয় সূত্রে পৃথক স্থানে নারী-পুরুষের দুইটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা জানা যাবে।নিহত মহিলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এটি হত্যাকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছি। তার স্বামী জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। নিহত মহিলার মহিলার একটি ১১ মাসের বাচ্চা রয়েছে।