মাহবুবুর রহমান :নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের শফিগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। ‘আরএম এন্টারপ্রাইজ’ নামে এ শাখাটি ইসলামী ব্যাংক বাংলাদেশের ২১০২ ও নোয়াখালীর ২০০ তম এজেন্ট শাখা।
বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন নোয়াখালী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এফএভিপি ও মান্দারী শাখা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুস শহীদ। স্বাগত বক্তব্য দেন আর এম এন্টারপ্রাইজের নাজিম উদ্দীন । এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।