মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় মো. সোহেল রানা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তার মুখমন্ডল মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বাম চোয়াল ভেঙ্গে যায়। বুধবার রাতে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বার্জার পেইন্ট সংলগ্নে রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ওই ট্রাক চালক ট্রাকটি (ঢাকা মেট্রো ন- ৫১৫৬) ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। নিহত সোহেল রানা লালমনির হাটের পাটগ্রাম থানার জামগ্রাম এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সোহেল রানা ‘ব্যাংক এশিয়া’ ম্যানেজোরের গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। এ বিষয়ে মৃতের স্ত্রী বুধবার রাতে বুধবার রাতেই অজ্ঞাতনামা ওই ট্রাক চালকের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. রকিবুল হাসান বলেন, বুধবার দিনগত রাতে মোটরসাইকেল যোগে সোহেল রানা যাত্রাবাড়ী থেকে ডেমরার দিকে আসছিলেন। এ সময় ওই ঘাতক ট্রাক মোটর সাইকেলটিকে মুখোমুখি সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় সোহেল ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।