সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী জেলার সামগ্রিক কর্মদক্ষতা ও ভূমি বিরোধ নিরসনে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন নরসিংদী জেলা থেকে সদর এসিল্যান্ড (ভূমি) মোঃ শাহ আলম মিয়া। ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ঢাকা বিভাগের ১৪ জন কর্মকর্তা এই স্বীকৃতি পেয়েছেন। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ভার্চুয়ালি যুক্ত ছিলেন। ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন।
নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া মো: শাহ আলম মিয়ার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।
নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো: শাহ আলম মিয়া নরসিংদীতে যোগদানের পর থেকে আন্তরিকতার সহিত সদর উপজেলার বিভিন্ন এলাকায় বেদখলে থাকা বিপুল পরিমান সরকারি সম্পত্তি উদ্ধার, স্থানীয় ভূমি বিরোধ নিষ্পত্তি করার মাধ্যমে মামলার জটিলতার সংখ্যা কমানো, স্বচ্ছতার সাথে ভূমিসেবা প্রদান ও সহজীকরণ, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের জন্য অভিযান অব্যাহত রাখা, সরকারি রাজস্ব বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখা, ভূমিহীন অসহায় পরিবারগুলোর মধ্যে জমি বরাদ্দ প্রদান, করোনাকালে কুইক রেসপন্স টিমের মাধ্যমে মরদেহ দাফন/সৎকারে ভূমিকা রাখেন। যাহা বিভিন্ন জাতীয় পএ পএিকায় ইতি মধ্যেই প্রচারীত হয়ে সাড়া জাগিয়েছে অবশেষে পেলেন জেলার শ্রেষ্ঠ পুরস্কার