1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক বিক্রয় নিষিদ্ধ ঔষুধসহ মহিলা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক জুলাই শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দলের কোনোটি ‘উত্তীর্ণ’ হয়নি ৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ডা. জাহিদ চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু ভৈরবে বাসচাপায় দু’জন নিহত ঈদগাঁওয়ে শামসুল আলম মানবিক ফাউন্ডেশন’র অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ নির্মীতব্য ‘জুলাই জাদুঘর’-এর সূতিকাগার হবে গণভবন: শফিকুল আলম

রংপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক বিক্রয় নিষিদ্ধ ঔষুধসহ মহিলা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩০০ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ রংপুর মহানগরী মেডিকেল পূর্বগেটের সামনের রাস্তা থেকে এক সরকারী ঔষধ বিক্রেতাকে আটক করেছেন রংপুর মেট্রপলিটন গোয়েন্দা বিভাগের ডিবি পুলিশ। অদ্য ২৪ ডিসেম্বর,২০২০ খ্রিঃ অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে গোয়েন্দা বিভাগ এর চৌকস টিমের অভিযানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এর বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমানে সরাকারী ঔষধসহ ০১ জন নারী আসামী গ্রেফতার।

অদ্য ২৪/১২/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের অপারেশন পরিকল্পনায় ও নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ, পুলিশ পরিদর্শক জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই( নিঃ) মোঃ নাজমুল ইসলাম এএসআই(নিঃ) শাহাদুল ইসলাম, এএসআই তৈয়বুর রহমান, কং/ ৮৩৯ মোঃ আনসারুল ইসলাম, কং/৬৩৩ সুজন চন্দ্র রায়, কং/৭১৩ বাবুল চন্দ্র বর্মনসহ কোতয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ এর পুর্ব গেইটের সামনে চলা- চলের পাকা রাস্তার উপর থেকে ধৃত নারী আসামী (ক) মোছাঃ শিরিন বেগম (৩৬) এর হেফাজত হতে তার হাতে থাকা একটি অফ হোয়াইট রংয়ের প্লাস্টিক ব্যাগের ভিতরে রক্ষিত রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এর বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহিলা আসামীর কাছে,
1) Flucloxacillin capsule 500 mg =100×6=600 wcm
2) Azithromycin tablet 500 mg 40×5= 200 wcm
3) Cefixime capsule 200 mg 10×10=100 wcm
4) 3 ml Diclofenac Inu- ৯৫০ পিস উদ্ধার করা হয়। (যাহার সর্বমোট মুল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা)। প্রতি ঔষুধের পাতায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিঃ ঢাকা লিখা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ ক্রয়- বিক্রয় আইনত দন্ডনীয় লেখা আছে।

গ্রেফতারকৃত মহিলা আসামীর নাম- মোছাঃ শিরিন বেগম(৩৬), পিতা- পেন কাটু, মাতা- মনোয়ারা স্বামী- মোঃ আবু বক্কর, সাং- গারা গ্রাম, ( অন্তিক চেয়ারম্যান্যান বাড়ী), থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী, এ/পি সিও বাজার কেল্লাবন্দ ( খাজা জাহাঙ্গীর এর বাসার ভাড়াটিয়া), থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ( ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
যে কোন অপরাধ দমনে তথ্য দিন বা যোগাযোগ করুন
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)- (০১৩২০-০৭৩৬৬১)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net