লাকসাম পৌরসভা নির্বাচন
এম,এ মান্নানঃ
ইতোমধ্যে দেশে ধাপে ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় ধাপে ২০২১ সালে ৩০ জানুয়ারি লাকসাম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এরই মধ্যে বড় দল আওয়ামী লীগের প্রার্থী বাছাই শুরু হয়ে গেছে। লাকসাম পৌরসভা নির্বাচনে আবারও দলীয় মনোনয়ন চান বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের । ২০১৫ সালের ১২ ডিসেম্বরের বিপুল ভোটে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক আবুল খায়ের। এবারেও পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জন্য তিনি গত সোমবার ঢাকা ধানমন্ডি আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয়ে দলের নেতাকর্মী ও সমর্থক নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, গত নির্বাচনে প্রতিশ্রুতি মাথায় রেখে স্থানীয় সরকারমন্ত্রীর দিকনির্দেশনায় পৌরসভার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। দায়িত্ব নেয়ার পর আমি যে কাজ করেছি, আশা করি, আমার ওপর মানুষের আস্থা রয়েছে।আগামী দিনেও মানুষ এর মূল্য দেবে। বর্তমানে ২০০ কোটি টাকার কাজ চলছে। এর মধ্যে ১০০ কোটি টাকার কাজ সম্পূর্ণ হয়েছে বাকি ১০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে।এছাড়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, অত্যাধুনিক সম্মেলন কক্ষ, সভাকক্ষ, ২টি কমিউনিটি সেন্টার, বাস-ট্রাক টার্মিনাল, ঈদগাহ মাঠ, কবরস্থান, পৌরপার্ক, সুপার মার্কেট নির্মাণ, আধুনিক জবাইখানা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডাকাতিয়া নদীর উপর ৪টি সেতু নির্মাণ, নদী ও খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান, ডাকাতিয়া নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্যবর্ধন, জগন্নাথ দীঘির পাড়, গাজীমুড়া মাদ্রাসা দীঘি, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর চারঘাটলা পুকুরপাড়ের সৌন্দর্যবর্ধন কাজ এবং পানি দূষণমুক্ত রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, যেসব কাজ চলমান আছে সেগুলো বাস্তবায়ন হয়ে গেলে লাকসাম পৌরসভা একটি মডেল হিসেবে গড়ে উঠবে। বিশেষ করে তিনি গরিব মেধাবী শিক্ষার্থী ও অসহায় মানুষের চিকিৎসার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। লাকসাম পৌরসভাকে উন্নয়নের রোল মডেল বানাতে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, আগামী নির্বাচনে দল তার কাজের মূল্যায়ন দিবেন। গত নির্বাচনের প্রতিশ্রুতিগুলো অনেকাংশে বাস্তবায়ন করেছি, বাকি প্রকল্পগুলোও মাস্টারপ্ল্যান অনুযায়ী বাস্তবায়নে নাগরিকদের চাহিদা পূরণ করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল ও স্মার্ট সেভ সিটি করতে সফল হব। সর্বোপরি লাকসাম পৌরসভার উন্নয়নের রূপকার মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির মহোদয়ের উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করাই আমার লক্ষ ।