শাহ জালাল, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) : করোনা আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রধান মন্ত্রীর নির্দেশ মোতাবেক নতুন বছরের ১ লা জানুয়ারির মধ্যে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেয়ার প্রস্তুতি চলছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত উপজেলা প্রাঙ্গনে।
করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সম্পুর্ন সামাজিক দুরত্ব বজায় রেখে ২৭ ডিসেম্বর রবিবার সকাল থেকে উপজেলা প্রাঙ্গনে প্রত্যেক স্কুলের শিক্ষকদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রাঙ্গণে বই বিতরণ চলছে।
সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস বলেন, আজ সোনারগাঁ উপজেলার ৬৫ টি স্কুলে বই বিতরণ করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উপজেলার ১১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রত্যেক কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষদের হাতে বই পৌঁছে দেয়া হবে। লক্ষ্য হলো উৎসব মূখর পরিবেশে যেন প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়।