1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্মীপুরে জমে উঠেছে পৌরসভা নির্বাচন ;এগিয়ে রয়েছেন পৌর মেয়র আবু তাহের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে জমে উঠেছে পৌরসভা নির্বাচন ;এগিয়ে রয়েছেন পৌর মেয়র আবু তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২০০ বার

মাহবুবুর রহমান: ধাপে ধাপে সারাদেশ পৌরসভা নির্বাচন শুরু হয়েছে। লক্ষীপুর জেলায়ও শুরু হয়েছে নির্বাচনের আমেজ ও প্রার্থীদের দৌড়ঝাপ। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত লক্ষীপুর পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ৩ লাখ।

জানা যায়, এক সময় বিএনপি দূর্গ বলে পরিচিত লক্ষীপুর জেলা এখন অনেকটা নিস্তেজ বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের লক্ষীপুর জেলার সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র আবু তাহের পরপর দুইবার পৌরসভার মেয়র থাকায় পৌরসভার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, সুপেয় পানি,পয়ো:নিষ্কাসনসহ সাধারন নাগরিকের জীবনমান উন্নয়নে কাজ করায় ভোটের দৌড়ে এগিয়ে আছেন তিনি।

স্থানীয়রা জানান , আবু তাহেরকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তাকে পুনরায় মেয়র করা প্রয়োজন।

সরজমিনে খোঁজ নিয়ে যানা যায় , এবার পৌরসভার নির্বাচনে ভোটাররা সৎ, যোগ্য ও পৌরসভার উন্নয়নে যে প্রার্থী কাজ করবে ভোটারা সে প্রার্থীক ভোট দিবেন।

এদিকে বিএনপির দাবী করে বলেন, লক্ষীপুর বিএনপির দূর্গ। নির্বাচন সুষ্ঠ হলে তারা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।

এ বিষয়ে আওয়ামীলীগের পৌর মেয়র আবু তাহের জানান, আমি দলের দুঃসময়ে এই লক্ষ্মীপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছি। এবং নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপি’র দূর্গ হিসেবে পরিচিত এই এলাকাকে এখন আওয়ামী লীগের দুর্গে পরিণত করেছি। একই সাথে রাস্তা – ঘাট, ব্রিজ,কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কাজে আমি উন্নয়ন করেছি আর সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আশাকরি দল আমাকে দিবেন আবার মনোয়ন দিবেন। আমার সপ্ন আগামী দিনে লক্ষ্মীপুর পৌরসভা সিটি কর্পোরেশনে রুপ দিতে চান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net