সাইফুল্লাহ ; “জীবনকে ভালো বাসুন – মাদক থেকে দুরে থাকুন” “মাদক কে না বলি -মাদকমুক্ত জীবন গড়ি” এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে মাদক বিরোধী আলোচনা সভা ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শ্রীপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাগুরার সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মাদ উমায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শ্রীপুর প্রেসক্নাবের সভাপতি মুসাফির নজরুল, আলতাফ হোসেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক লতিফা খানম, সাংবাদিক রুপক আইচ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক ডক্টর আলমগীর বিশ্বাস সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, লেনিন জাফর, বিকাশ বাছাড়সহ আরো অনেকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা কর্তৃক আয়োজিত পরিবর্তনে আমরাই এর সভাপতি নাহিদুর রহমান দূর্জয় এর সঞ্চলনায় আলোচনা সভায় সাংবাদিক, শ্রীপুর সরকারি কলেজ ও শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।