ডেস্ক রিপোর্ট:
নিরাপদ চিকিৎসা চাই এর উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোটে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে গতকাল ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে।
কোভিড-১৯ করোনার দ্বিতীয় ধাপে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে, অনুষ্ঠিত এই মাস্ক ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
‘নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ শাহআলম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সংগঠক রেদওয়ান হাসান, সাংবাদিক মোঃ মারুফ হোসেন, সমাজকর্মী মোঃ মিজানুর রহমান, নুর মোহাম্মদ, স্বেচ্ছাসেবক মোঃ হাবিবুর রহমান, আবদুল্লাহ বিন হাসান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় লোকজন।
এসময় অতিথিগণ বলেন,’ করোনার এই মহাদুর্যোগে বিশ্বের অন্যান্য দেশের মত আমরাও আজ বিপর্যস্ত।
করোনার এই ভাইরাস হতে মুক্ত থাকতে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সরকারের পাশাপাশি ‘নিরাপদ চিকিৎসা চাই সংগঠন যে ভূমিকা পালন করছে, তা প্রশংসার দাবি রাখে।