আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ শ্রীনগরে যাত্রীবাহী বাস চাপায় আল-ইমরান
(১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সোয়া ১১ টার দিকে ঢাকা-
মাওয়া এক্সপ্রেসওয়ের কোলাপাড়া এলাকার সমষপুর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। আল
ইমরান ওই এলাকার হাবিবুর রহমানের একমাত্র পুত্র। সে সমষপুর বহুমুখী উচ্চ
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়া জন্য
সমষপুর বাস স্ট্যান্ডে যায়। এমন সময় মাওয়া গামী ডিএম পরিবহনের বেপরোয়া
গতির একটি বাস ইমরানকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস
কর্মীরা লাশ উদ্ধার করে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ
হোসেন জানান, বাস চাপায় ঘটনা স্থলেই ওই ছেলেটির মৃত্যু হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. গোলাম মোস্তফা বলেন, ময়না তদন্তে
আপত্তি থাকায় আবেদন সাপেক্ষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
শ্রীনগর থানার ওসি অপারেশন মো. সফর বলেন, মাওয়া এলাকায় ট্রাফিক পুলিশ
ঘাতক বাসটি (ঢাকা মেট্রো ব-১৪ ৫২৩১) জব্দ করে।