আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমি বিরোধের জেরে গভীর রাতে বসতঘরে অস্ত্রের মহড়া দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে উপজেলার মালঘর বাজার এলাকার কামাল সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টা নাগাদ মালঘর বাজার ব্যবসায়ী কামাল সওদাগরের বাসায় গেইট ভাংচুর করতে দফায় দফায় হামলা চালায় কিছু অজ্ঞাত দুর্বৃত্ত। এসময় তারা আতঙ্খ সৃষ্টি করতে ব্যাপক গুলি ছুঁড়ে। এতে স্থানীয়সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ ডাকাতের হানা মনে করে আতঙ্কিত হয়ে পড়ে। বিভিন্ন এলাকার মানুষ লাটি-সোটা নিয়ে বেরিয়ে পড়েন ডাকাত তাড়াতে।
সরেজমিন দেখা যায়, সওদাগর বাড়ির প্রধান গেট, বাড়ির বিভিন্ন আসবাবপত্র, বাড়িতে থাকা সিসিটিভিসহ বেশ কিছু জিনিস ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।
মোহাম্মদ আলম নামে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, গভীর রাতে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত ওই বসতঘরে এসে হামলা চালালে ঘরে থাকা মানুষগুলো আতঙ্কিত হয়ে বাড়ির ছাদে চলে যান।ভুলে বাড়ির দরজা খোলা থাকায় দ্রুত বাড়িতে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে দুর্বৃত্তরা। স্থানীয়রা সাহায্যের জন্য এগিয়ে যেতে চাইলে গোলাগুলি শুরু করেন তারা।
পরিবারের সদস্য মোস্তাক বলেন, পারিবারিক বিরোধের জেরে গতকাল একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে হামলা করেছে। তারা প্রথমে আমাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং সিসিটিভি ও বাড়ির প্রধান গেট ভাংচুর করেন। পরে বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে চলে যাওয়ার পরপরই আমাদের সাথে বিরোধ থাকা ওই পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে আমাদের বাসায় ঢুকে ২টি আইফোন, নগদ ৫ লাখ টাকা এবং ১৭-১৮ ভরি স্বর্ণ নিয়ে যান।’
এ সম্পর্কে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘একটি ভূমি বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে। আগে থেকে দু’পক্ষের মধ্যে ভূমি বিরোধের একটি মামলা চলমান রয়েছে। কিন্তু বেশ কিছু দিন আগে কামাল সওদাগরের পরিবার ৫০-৬০ এর মতো জনবল নিয়ে জোরপূর্বক বাড়ির গেইটি লাগান। গতকাল প্রতিপক্ষের লোকজন সেই গেট ভাঙতে আসছে এমনটাই ধারণা করা হচ্ছে। এবিষয়ে তারা যদি মামলা করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।