কে এম ইউছুফ : পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবৈধ গড়ে উঠা ৫টি ইটভাটা উচ্ছেদ করেছে।
অভিযানে ৫০ লক্ষ টাকার ইট ধ্বংস ও ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পক্ষে চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম জেলা পুলিশ, হাটহাজারী মডেল থানা পুলিশ, র্যাব-৭ এবং হাটহাজারী ফায়ার সার্ভিস অভিযানে সহযোগিতা করেন।