নিজস্ব সংবাদদাতা ।।
সামাজিক সংঘঠন নির্বাণ যুব সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে দেওয়া হয় গত ৭ই জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টায় সংঘঠনের সভাপতি তানভীর আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর আওয়ামীলীগ এর সভাপতি মীর আলম মাসুক, সহ সভাপতি ফজলুল করিম লিটন, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন,অদম্য যুব সংঘের সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম জনি, আদর্শ বন্ধু ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ,নির্বাণ যুব সংঘের সহ সভাপতি সাজু দাশ, অর্থ সম্পাদক কামরুল ইসলাম,সহ অর্থ সম্পাদক মোঃ শামীম, কার্যকরি সদস্য আজিজ উদ্দিন, রুবেল, হ্নদয়, বিশ্বজিৎ, রিয়াদ, কেরানীবাড়ী পাঠাগারের পক্ষ থেকে ইমাম, বাবু, সাংবাদিক ইউসুপ, কামরুল সহ প্রমুখ। এ সময় বক্তারা নির্বাণ যুব সংঘের শীতবস্ত্র উপহার কার্যক্রম এর ভূয়সি প্রশংসা করেন।
সংঘঠনের সভাপতি তানভীর আহাম্মেদ বলেন, আমরা সমাজের অবহেলিত ও হত দরিদ্র মানুষ কে নিয়ে কাজ করতে চাই।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম খোকন বলেন,আমরা নির্বাণ যুব সংঘ সহ সকল সামাজিক সংঘঠন কে সাথে নিয়ে সমাজের সকল অপশক্তি প্রতিহত করবো ইনশাআল্লাহ।
কেরানীবাড়ী পাঠাগারের উপদেষ্টা চেয়ারম্যান ফজলুল করিম লিটন বলেন সমাজের মানবিক কাজ গুলোতে প্রথমে এগিয়ে আসেন সামাজিক সংঘঠন গুলো। আমরা সব সমর নির্বাণ যুব সংঘের পাশে থাকবো।এ সময় অন্যান্য সকল বক্তারা নির্বাণ যুব সংঘের সাফল্য কামনা করেন।