1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে বাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক আহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নিম্নমানের ইট ও খোয়া দিয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ ! চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার থানায় অভিযোগ চন্দনাইশে হেফজখানার শিক্ষার্থীকে প্রহার করেছে শিক্ষক চন্দনাইশ হাজীর পাড়া পিতা-মাতার কবরের পাশে সায়িত হলেন তিনি ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ক্ষমতার দাপটে অফিস করছেন সাসপেন্ড প্রকৌশলী দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানা হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেতা কর্মীগণ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন

খুটাখালীতে বাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক আহত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৯৫ বার

বৃষ্টি হলে ভাড়া বাসায় পানি পড়ে মুল্যবান আসবাবপত্র নষ্ট হচ্ছে। এমনতর পরিস্থিতে বাসার চালে পলিথিন দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মাঈনুদ্দীন (২৪) নামের এক ভাড়াটিয়া গুরুতর আহত হয়েছে।
তাকে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

গতকাল শনিবার দুপুরে ২ টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী হাসপাতাল সড়কস্থ সিরাজ মাষ্টারের ভাড়া কলোনীতে ঘটে এ দুর্ঘটনা।

দুর্ঘটনার পর থেকে বাসার অপরাপর ভাটাটিয়াদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

অভিযোগে জানা গেছে,সিরাজ মাষ্টারের ভাড়া বাসায় বিগত ১০ মাস ধরে ১ হাজার টাকায় ভাড়া থাকেন পেকুয়া উপজেলার পুর্ব মেহেরনামা গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র মোঃ মাঈনুদ্দীন। তিনি পেশায় অটোরিক্সা চালক।

স্ত্রী, এক সন্তান নিয়ে তিনি কোনরকমে রিক্সা চালিয়ে সংসার চালিয়ে আসলেও দুর্ঘটনার পর থেকে চিকিৎসা খরচ ও এনজিওর কিস্তি নিয়ে নানা সংকটে পড়েছেন বলে জানান স্ত্রী।

আহত মাঈনুদ্দীন জানান, সম্প্রতি সময়ে ভারী বৃষ্টিপাত হলে বাসায় পানি পড়ে মুল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে। বিষয়টি বাসার মালিক আনারকে জানানো হলে তিনি ঘরের চালে পলিথিন দেয়ার পরামর্শ দেন।

একপর্যায়ে ভাড়াটিয়া মাঈনুদ্দীন জমিদারের কথা মত শনিবার দুপুরে বাসার চালে উঠে পলিথিন দিচ্ছিলেন। এসময় বাসার পুর্ব চালে পলিথিন দিতে গিয়ে চালের উপর সঞ্চালিত পল্লী বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে চাল থেকে মাঈনুদ্দীন সটকে নিচে অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষনিক ভাড়া বাসার লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন।
তার মাথা, কোমর, পিঠ ও পায়ে মারাত্নক জখম হয়েছে।

ঘটনাটি বাসার মালিক আনারকে ফোনে জানানো হলে রবিবার সন্ধ্যা নাগাদ তিনি কোনধরনের খোঁজ-খবর নেয়নি বলে অভিযোগ তুলেছেন অন্যন্য ভাড়াটিয়ারাও।

বাসার একাধিক ভাড়াটিয়ার অভিযোগ, প্রতিমাসে বাসার ভাড়া তুলতে আসলেও জমিদারকে বাসার সমস্যার কথা জানালে কোন কর্নপাত করেন না।
এমনকি বিদ্যুৎ লাইনের মিটার সার্ভিস তারও চালের উপর ঝুঁকিপুর্ন অবস্থায় রয়েছে। যে কোন সময় সম্পুর্ণ বাসা বিদ্যুতায়িত হয়ে বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা রয়েছে।

তারা আরো বলেন, ভাড়া বাসার একাধিক সমসা রয়েছে। তৎমধ্যে পয়োনিষ্কাষন না থাকায় বৃষ্টির পানি জমে থাকে সবসময়। ভারি বৃষ্টি হলে ভাড়াবাসার লোকজন ঘরের ভিতর পানিবন্দি হয়ে পড়ে।

এসব বিষয়ে বাসার জমিদারকে একাধিকবার জানোনো হয়েছে। তিনি কোন সুরাহা নিচ্ছেন না।
বর্তমানে মাঈনুদ্দীনসহ অপরাপর ভাটাটিয়ারা চরম আতংকে রাত্রিযাপন করছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net