1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা মেডিকেলে ওয়ার্ড মাস্টারের হাতে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পূর্বাঞ্চলের রেলের যন্ত্রাংশ চুরিতে জড়িয়ে পড়ছে আরএনবি’র সদস্যরা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খামারের ১৬০ টি বাক্সের মৌমাছি মেরে ফেলার অভিযোগ রামগড়ে ঝড় ও বজ্রপাতের তান্ডবে গবাদিপশুসহ খামারির মৃত্যু চাঁদার টাকা না দেওয়ায় অপহরণ করে নির্যাতন, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শিক্ষক সমিতি রাউজান উপজেলা( উত্তর) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জুয়া খেলায় হেরে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১ যুবক ! চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতার পর প্রথম সফল জরায়ু অপারেশন সম্পন্ন কে এই মাদক সম্রাট মিজান লবণ ব‍্যবসায়ী থেকে কোটিপতি বিশ্ববিদ্যালয় ও হলসমূহ খুলতে ২৪ ঘন্টা সময় দিয়েছে কুবি শিক্ষক সমিতি hello-wordpress

কুমিল্লা মেডিকেলে ওয়ার্ড মাস্টারের হাতে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৭১ বার

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে অমিত মজুমদার নামে এক সাংবাদিকে মারপিট ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহে গেলে সেখানে তাকে মারপিট ও লাঞ্ছিত করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আক্তার হোসেন।

সোমবার (৫ জুলাই) বিকেলে মেডিকেল কলেজের আঙিনায় স্থাপিত করোনা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত ওয়ার্ড মাস্টার আক্তারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা.রেজাউল করিম।

আহত সাংবাদিক অমিত জানান, সোমবার বিকেলে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য যান। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক থেকে অনুমতি নিয়ে তিনি করোনা ইউনিটের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে চাইলে ওয়ার্ড মাস্টার আক্তার প্রথমে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এক পর্যায়ে তাকে মারপিট করেন ওই ওয়ার্ড মাস্টার। এ সময় তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে উপস্থিত আনসার সদস্যরা তাকে উদ্ধার করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওয়ার্ড মাস্টার আক্তার ওই হাসপাতালে একের পর এক অপকর্ম করে যাচ্ছেন। গত কয়েক মাস আগেও সংবাদ সংগ্রহে গেলে তিনি কুমিল্লার আরেক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়া দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু এরপরও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি হাসপতাল কর্তৃপক্ষ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওয়ার্ড মাস্টার আক্তার হোসেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি ওই সাংবাদিককে ছবি না তুলে হাসপাতাল থেকে চলে যেতে বলেছি। এর বেশি কিছু নয়।

এ প্রসঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা.রেজাউল করিম বলেন, অনাকাঙ্খিত যে ঘটনাটি ঘটেছে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এরপরও ঘটনাটি তদন্ত করে ওয়ার্ড মাস্টার আক্তারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম