1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিত্যক্ত অবস্থায় কাঁদা-কর্দমায় ভরপুর বুড়িচংয়ের আরাগ রোড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

পরিত্যক্ত অবস্থায় কাঁদা-কর্দমায় ভরপুর বুড়িচংয়ের আরাগ রোড

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১৯৫ বার

কুমিল্লার বুড়িচং উপজেলার জনগুরুত্বপূর্ণ রোড নামে পরিচিত আরাগ রোড, যা বুড়িচং মধ্য বাজারে অবস্থিত।
এই রোড দিয়ে বুড়িচং থেকে আরাগ আনন্দপুর, সাদকপুর( নোয়াপাড়া), কোমাল্লা, পীর‍যাত্রাপুর সহ ৫/৬ টি গ্রামের মানুষ চলাফেরা করে। বুড়িচং বাজার ঢুকতে কিংবা আরাগ রোড এর বুড়িচং অংশে অনেক মানুষ এই স্থান থেকে গাড়িতে উঠে, বাজার সদাই করে কিন্তু রাস্তাটির অবস্থা এত টাই খারাপ যে এখানে স্বাভাবিক চলাফেরার কাজটি করা বেশ কষ্টকর।

এমনিতেই রড,সিমেন্ট,কংক্রিটের ঢালাই করা রাস্তা হলেও ইদানীং সব টুকু ঢালাই অংশ উঠে গিয়ে রড গুলো ভেসে উঠেছে যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, রাস্তা গর্ত হয়ে গেছে এছাড়া রাস্তার পানি সঠিক ভাবে ড্রেনেস দিয়ে প্রবাহিত হচ্ছে কারণ সেখানে ময়লা আটকে জমাট বেধে গেছে।

তাই অতি সত্ত্বর এই রাস্তার সংস্কার করা না গেলে জন জীবনে বিপজ্জয় বাড়বে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম