1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আহলে বায়তের স্মরনে মাহফিল আশেকদের ঈমান ও ক্বলব তরুতাজা হয়- কারবালা মাহফিলে বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই কৃষি জমির টপসয়েল কাটার দায়ে রামগড়ে চার লক্ষ টাকা জরিমানা বাঁশখালীতে বৃষ্টির জন্য ইসতিকার নামাজ আদায় রামগড়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ রাউজানের দক্ষিণ হিংগলায় হক কমিটির দায়রা শাখার নির্মাণ কাজ শুরু মাগুরায় ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা । সংখ্যালঘুর দোহাই দিয়ে বিক্রিত জমি দখলে রাখতে চান তুলসী রানী দাস ঈদগাঁও’র পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

আহলে বায়তের স্মরনে মাহফিল আশেকদের ঈমান ও ক্বলব তরুতাজা হয়- কারবালা মাহফিলে বক্তারা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১৯১ বার

রাউজান হলদিয়া আমিরহাট হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজ প্রাঙ্গনে ‘আহলে বায়তে রাসুল(দঃ) স্মরণে’ ১০দিন ব্যাপী মহান শোহাদায়ে কারবালা মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে জিকিরে মোস্তফা (দঃ), ওয়াজ ও গরিব অসহায়দের মাঝে খাদ্য দ্রব্য সামগ্রী প্রদান অনুষ্টান বৃহস্পতিবার রাতে রাজনীতিক এস এম বাবরের সভাপতিত্বে অনুষ্টিত হয়।সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।প্রধান ওয়ায়েজ ছিলেন ইহরাম হজ্জ কাফেলার পরিচালক আলহাজ্ব আল্লামা গোলাম মোস্তফা মুহাম্মদ শায়েস্তাখান আল-আজহারী মাইজভান্ডারী।

উদ্বোধকের তকরির করেন উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক বিশিষ্ট লেখক গবেষক আলহাজ্ব আল্লামা জসিম উদ্দিন আবেদী(মা.জি.আ)।বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, আ.লীগ নেতা আলহাজ্ব মাহবুবুল আলম, আল্লামা ইদ্রিস আনসারী, আল্লামা মনসুর আলম নেজামী।জিকিরে মোস্তফা পরিবেশন করেন শায়ের মাওলানা আবদুল মাবুদ, শায়ের কাজী মাওলানা মোরসেদ রেজা কাদেরী,শায়ের মাওলানা মিনহাজ ভান্ডারী,শায়ের মাওলানা ওসমান গণী কাদেরী,শায়ের হাফেজ মিনহাজ।এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল হুদা মেম্বার,মাষ্টার ফরিদ মিয়া,ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর,মুহাম্মদ ফরমান উদ্দিন, মুহাম্মদ মহসিন,আলহাজ্ব মাওলানা সোলায়মান চৌধুরী ,মাওলানা ইয়াছিন,মাওলানা নেজাম তৈয়বী,মাওলানা ছালেহ আকবর,মাওলানা ইকবাল হোসেন,হাফেজ মাওলানা সালাউদ্দিন, হাফেজ মাওলানা আবুছালেহ,হাফেজ মাওলানা ওমর ফারুক,সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ,কমিটির আহবায়ক ব্যাংকার মুহাম্মদ জাবেদ,সচীব মাওলানা মোজাম্মেল হোসাইন,অর্থ সচীব এস এম কপিল উদ্দিন,প্রচার প্রধান নাজিম উদ্দিন মাইজভান্ডারী,সদস্য মোজাফ্ফর, মজিবুল বশর সাজেদ,মুহাম্মদ আলী প্রমুখ।বক্তারা বলেন আহলে বায়তের প্রেম মানে ঈমান।তাই আহলে বায়তকে স্মরন করে শোহাদায়ে কারবালা মাহফিল আয়োজন করলে আশেকদের ঈমান ও ক্বলব তরুতাজা হয়।বক্তারা আরো বলেন ইমামে হোসাইন (রঃ)সহ ৭২ জনের শাহাদতের বিনিময়ে প্রাপ্ত এ ইসলামে যাতে এজিদি জঙ্গীরা ঈমান আকিদা নষ্ট করতে নাপারে সেদিকে হোসাইনী মুসলমানদের সদা সজাগ থাকতে হবে।পরে মিলাদ খিয়াম,আখেরী মোনাজাত ও তাবরুক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম