চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করে।
গত ১৫ আগস্ট রাতে চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআার ভুক্ত ২ আসামী ১।আবু সালাম(৪০)পিতা মৃতঃআব্দুল জলিল।সাং,দোহাজারী ঈদপুকুরিয়া ৪নং ওয়ার্ড।২।মোঃইউসুফ(৩৯)পিতাঃমৃত ইউনুস।সাতবাড়িয়া মুন্সি ভিটা ১নং ওয়ার্ড।অপরদিকে সিআর ভুক্ত আসামী,১।মোঃসাহাজাহান(৩৪)পিতাঃআব্দুল আজিজ।সাং বারুথখানা,আব্দুল মজিদ মেম্বারের বাড়ি ৩ নং ওয়ার্ড দোহাজারী।
২।ফজলুল করিম বেলাল,পিতাঃমোঃ আনোয়ার মিয়া চৌধুরী। বরকল ১নং ওয়ার্ড কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।