চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বিগত সময়ে যে সব ধরণের সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছেন নারীরা তারা এবার আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুরকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে কাছে পেয়ে সন্তুষ্ট ইউনিয়নের নারীরা।
তাই এবার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ এসএম মনজুরকে ভোট দেবেন নারীরা। খুটাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে তিনি ছুটছেন নারী ভোটারের কাছে। নির্বাচনে সাড়া ফেলেছেন অধ্যক্ষ এসএম মনজুর। দিন-রাত গণসংযোগ ও সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এবার ২৩ ডিসেম্বর ভোট দিয়ে ৯টি ওয়ার্ডের উন্নয়নের জবাব দেবেন নারী ভোটাররা।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর বলেন, খুটাখালী ইউপির উন্নয়ন চাইলে আমাকে ভোট দিন। আমি ভোট কেন্দ্র দখলে বিশ্বাসী নয়,উন্নয়নে বিশ্বাসী।
আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমার বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। অন্য প্রার্থীর সমালোচনা না করে আমার বিজয়কে সুনিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান তিনি।