1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে চেয়ারম্যান পদে মৌলভী-মাষ্টারের লড়াই হবে সেয়ানে সেয়ানে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি হাসিনার মামলার রায় আজ * ট্রাইব্যুনালে হাজির রাজসাক্ষী মামুন নবীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আইডিয়াল ল্যাবরেটরী স্কুলের ৫ম শিক্ষাবৃত্তি সম্পন্ন  চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক চৌদ্দগ্রামে প্রবাসী আবু বক্করের হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশের মানুষ আর মাস্তান-চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেবে না : ডা. তাহের পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায় হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে- মির্জা ফখরুল

খুটাখালীতে চেয়ারম্যান পদে মৌলভী-মাষ্টারের লড়াই হবে সেয়ানে সেয়ানে

সেলিম উদ্দীন, কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩২৬ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত বর্তমান চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, বিএনপি সমর্থিত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর ও ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি এম বেলাল আজাদ চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন।

একই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন খুটাখালী মানব কল্যান ফাউন্ডেশন চেয়ারম্যান মুহাম্মদ রিহাবুল আলম ও ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুল হক কুতুবি।

তবে মাঠ চষে বেড়াচ্ছেন ৪ জনই। চেয়ারম্যান পদে মৌলভী-মাষ্টারের লড়াই ইউনিয়নে বেশ সাড়া ফেলেছে। বিষয়টি এখন সাধারণ মানুষের মুখে মুখে। মৌলভী-মাষ্টার প্রার্থী হওয়াটাকে আনন্দভরেই গ্রহণ করেছেন ইউনিয়নের ভোটাররা।

তৎমধ্যে আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, মাওলানা আবদুর রহমান খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার কর্মরত শিক্ষক ও দু’বারের নির্বাচিত চেয়ারম্যান।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভরাডুবির পর এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ একক প্রার্থী করেছেন মোহাম্মদ বেলাল প্রকাশ বেলাল আজাদকে।

বেলাল আজাদ আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ছাড়াও দলের উপজেলা এবং জেলা নেতারা অংশ নিচ্ছেন তার নির্বাচনী প্রচারণায়। দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

অপর দিকে মাওলানা আবদুর রহমান ও আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর সব দল মতের মানুষকে সঙ্গে নিয়ে দিন রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তবে দু’বারের চেয়ারম্যান হিসেবে মাওলানা আবদুর রহমানের একটা প্রভাব ও গ্রহণযোগ্যতাও রয়েছে। সেটি কাজে লাগাতে চেষ্টা করছেন তিনি। সবমিলিয়ে খুটাখালী ইউনিয়নে জমে উঠেছে মৌলভী-মাষ্টারের লড়াই। কেউ কাউকে ছাড় দিচ্ছেন না।

খুটাখালী বাজারে একাধিক ভোটারের সাথে কথা বলে জানা গেছে খুটাখালী ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে লড়াই হবে মৌলভী-মাষ্টারের। এতে বেশ মজা পাচ্ছি আমরা। এ নিয়ে ভোটারদের মাঝে কৌতূহলের শেষ নেই। তারা বলেন দু’জনই শিক্ষিত, কেউ কম না। লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে।

জানতে চাইলে আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর বলেন, সুখে-দুঃখে এলাকারবাসীর পাশে থাকতে নির্বাচনে অংশ নিয়েছি। আশা রাখি জনগণ আমাকেই নির্বাচিত করবে।

অপর দিকে মাওলানা আবদুর রহমান বলেন, আমি এর আগে এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই।

মৌলভী-মাষ্টার ছাড়াও এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মাঝিসহ আরো ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net