চট্টগ্রাম-১২ আসনের সাবেক সাংসদ এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী আর নেই(ইন্না লিল্লাহি…রাজিউন)।সোমবার (২৯ নভেম্বর) রাত ৮টায় বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারা আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে ১ম জানাজা এবং দুপুর ২টায় কাফকো হাউজিং কলোনির সংলগ্ন মাঠে ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী ১৯৪১সালে বৈরাগ ইউনিয়ন বন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম -১২(আনোয়ারা-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য,আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট তিনি ৩০ বছর জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেন।