1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইতিহাসে খুব কম দেশ আছে যারা সশস্ত্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে : আব্দুস সালাম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার

ইতিহাসে খুব কম দেশ আছে যারা সশস্ত্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে : আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩১৯ বার

ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, পৃথিবীর ইতিহাসে খুব কম কয়েকটি দেশ আছে যারা সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে। তাই স্বাভাবিকভাবে এটা আমাদের অহংকার যে, সেদিন নিজের জীবনকে বিপন্ন করে আমরা যুদ্ধ করেছি। আল্লাহ হায়াৎ রেখেছিল বলে বেঁচে আছি। নাহলে সেদিন আমাদের সাথে অন্যান্য মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন আমরাও হতে পারতাম। সেটা জেনেই আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।

বুধবার ‘চেতনায় বাংলাদেশ’ সংগঠন কতৃক আয়োজিত ফকিলাপুল-আরামবাগের মুক্তিযুদ্ধাদের সন্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, আগামী মার্চ মাস বা ডিসেম্বর আমাদের ভাগ্যে জুটবে কিনা আমরা জানি না। তাই ফকিলাপুল-আরামবাগ এলাকার তরুন প্রজন্মের সেই সময়ের ইতিহাসগুলো জানা উচিৎ। তাদের জানা দরকার সেই সময় কি হয়েছিল এবং মুক্তিযুদ্ধে কার কতটুকো অবদান ছিল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের আগে থেকেই আমরা রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। স্বাধীনতার আগে প্রতিটি কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। সেই সময় ছাত্র রাজনীতির যে অবস্থা তাতে আমরা এলাকায় ছাত্রলীগ গড়ে তুলেছিলাম। আন্দোলনের কারণে সেই সময় স্কুল কলেজগুলো পাকিস্তান সরকার বন্ধ করে দিয়েছিল। সেই সময় আমরা এলাকায় সংগ্রাম পরিষদ গড়ে তুলেছিলাম। সেই সময় ফকিলাপুল-আরামবাগে যে আঞ্চলিক কমিটি হয়েছিল সেটার সভাপতি ছিলেন আজকের প্রধান অতিথি আমার বড় ভাই আব্দুর রহিম। সেখানে আমি ছিলাম সাধারণ সম্পাদক।

সালাম বলেন, যখন স্বাধীনতার পতাকা তৈরী করে সেই পতাকা ফকিলাপুলে প্রথম আমি উড়াই। সেই ইতিহাসগুলো আমাদের নতুন প্রজন্মের জানতে হবে। তাই আজকে আমাদের সন্তান আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করলো এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। কারণ আমরা চলে যাবো। চলে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের। আমাদের নতুন প্রজন্ম যদি আমাদের সেই স্মৃতি ধারণ করতে না পারে, সেই ইতিহাস যদি না জানে তাহলে গর্ব করবো কিভাবে?

‘চেতনায় বাংলাদেশ’- এর সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net