শ্রীনগরে পবিত্র মাহে রমজান ও অসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় শ্রীনগর বাইপাস এলাকায় খান বাড়ির উঠানে আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীনগর উপজেলা নব গঠিত কমিটির আহ্বায়ক মো: শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আ: বাতেন খান শামিম।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আশ্রাফ হোসেন মিলন, ফারুক মোড়ল, সদস্য শাখাওয়াত হোসেন মুকুল,উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস অহিদুল ইসলাম,জহুরুল আলম মামুন,বিএনপি নেতা আ: জলিল,বাবুল বেপারি,হুমায়ুন শেখ, নুরুল ইসলাম পার্থ, মাসুদ রানা ,এনায়েত হোসেন, কাজী মুক্তাকিন প্রমুখ।