কুমিল্লার চৌদ্দগ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মাঈন উদ্দিন ভূইঁয়ার আনারস প্রতীকের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মে) বিকালে আলকরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে (দত্তসার, কাইচ্ছুটি, তিনাইমুড়ি) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক কাজী ইসহাক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা ডা. সালাহ্ উদ্দিন ভূঁইয়া, আলকরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন নয়ন, সমাজসেবক মো: ইয়াসিন, মনির হোসেন, ইসহাক পাটোয়ারী, আবুল কাশেম প্রমুখ।
এ সময় আলকরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনারস প্রতীকের ভোটার-সমর্থকসহ সহস্রাধিক সাধারণ জনতা উপস্থিত ছিলেন। পরে আনারস প্রতীকের সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।