1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর শিলকূপের চেয়ারম্যান প্রার্থী জাফর'র নির্বাচনী ইশতেহার ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না: নাহিদ বিএনপি বিজয়ী হলে ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় সরকার হবে : নজরুল ইসলাম ইসলামী ব্যাংক রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই : মাহফুজ আলম ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের মিছিলের পর ০২ সদস্য আটক  ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

বাঁশখালীর শিলকূপের চেয়ারম্যান প্রার্থী জাফর’র নির্বাচনী ইশতেহার ঘোষণা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৬৩ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ‘চশমা’ প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা জাফর আহমদ এম.এম তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় শিলকূপের নুরু মার্কেটস্থ তার নির্বাচনী প্রচার কেন্দ্রে লিখিত ইশতেহার ঘোষণা করেন।

নির্বাচনী লিখিত ইশতেহারে তিনি উল্লেখ করেন, শিলকূপে নিজস্ব ভূমিতে দ্বিতল বিশিষ্ট ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, বাঁশখালীর ঐতিহ্যবাহী ‘শিলকূপ টাইমবাজার’ কে প্রধান সড়ক থেকে সরিয়ে নিজস্ব ভূমিতে স্থানান্তর, জলকদর খালের ভাঙ্গন রোধে টেকসই ও স্থায়ী ব্যবস্থাগ্রহণ। তাছাড়া এলাকা ভিত্তিক সুপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ, বাঁশখালী ইকোপার্কের ‘বামের ও ডানের ছড়া প্রকল্প’র পানি উপকারভোগী কৃষকদের মাঝে শিলকূপ অঞ্চলে ব্লক ভিত্তিক যথাযথ বন্টনের ব্যবস্থা গ্রহণ করা হবে।শিলকূপ ইউনিয়ন কে সকল প্রকার মাদক ও সন্ত্রাসমুক্ত গড়ে তোলা সহ সর্ব সাধারণের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার গুরুত্বারোপ করেন। শিলকূপ কে সর্বোপরি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করা, শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং পর্যাপ্ত নলকূপ স্থাপন ও বৃষ্টির পানি সংরক্ষণ করে বিশুদ্ধ পানির সু-ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও ইশতেহারে উল্লেখ করেন।

তাছাড়া তিনি শিলকূপের অভ্যন্তরিণ যোগাযোগ, অবকাঠামো ও স্বাস্থ্যখাতকে সমৃদ্ধিকরণ, শিক্ষা ও বেকারত্ব, কৃষি খাত, পর্যটন, সামজিক সমস্যা নিরসন ও ধর্মীয় খাতকে সমানভাবে গুরুত্বের কথা বলেন। তাছাড়া প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, মাদক ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর প্রদক্ষেপ নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। সর্বোপরি আমি নির্বাচিত হলে শিলকূপ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।

তিনি আরো বলেন, সামাজিক ছোটখাট সমস্য নিয়ে লোকজন যাতে মামলা নির্ভর না হয় তা স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। এতে মামলাজটের পাশাপাশি এলাকার লোকজন সময়, অর্থ ও মানসিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

পারিবারিক পরিচিতি: চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা জাফর আহমদ এম.এম শিলকূপের রত্নগর্ব পিতা, সাবেক ১ নম্বর ওয়ার্ডের সফল জনপ্রতিনিধি এবং বর্তমান শিলকূপ নাগরিক কমিটির আহ্বায়ক তিনি।

তিনি ৩ ছেলে ৩ কন্যা (বিবাহিত) সন্তানের জনক। বড় ছেলে মুহাম্মদ বেলাল, এলএলএম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদপুর। মেঝো ছেলে মুহাম্মদ হেলাল, বিবিএ, এমবিএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিনিয়র অফিসার, ঢাকা হেড অফিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.। ছোট ছেলে মুহাম্মদ মিজানুর রহমান, বিবিএ, এমবিএ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রবেশনাল অফিসার, ঢাকা হেড অফিস, গ্লোবাল ইসলামী ব্যাংক লি.। তার বড় ২ মেয়ের স্বামী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ছোট মেয়ের স্বামী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net