ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ প্রধান গেইটে জেলার নাম ব্রাহ্মণবাড়িয়ার স্থলে “বি-বাড়ীয়া” লেখাটি গেইট নির্মাণ বছর থেকেই চলে আসছে। সরকারি বিভিন্ন অফিস-আদালতে বি-বাড়ীয়া শব্দটির পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লেখা চালু হলেও গেইটের এ শব্দটি পরিবর্তন হয়নি।
এ বিষয়ে বিভিন্ন সময় সাংবাদিকদের সংবাদ পরিবেশন ও সচেতন মহলের ফেসবুকে লেখালেখির পরেও পরিবর্তনের কোন ব্যবস্থা নেওয়া হয় নাই।
অবশেষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর কল্যাণে শব্দটি পরিবর্তন করে সেখানে বি-বাড়ীয়ার স্থলে “ব্রাহ্মণবাড়িয়া” শব্দটি লাগানো হয়েছে। তাছাড়া গেইটে লেগেছে নতুন রঙের ছোঁয়া।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, বিষয়টি আমার নিকট দৃষ্টি-কটুর মনে হয়েছে। তাই শব্দটি পরিবর্তন করা হয়েছে।