1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে হতদরিদ্রদের নগদ টাকা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

বাগেরহাটে হতদরিদ্রদের নগদ টাকা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ১৯৭ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলা পরিষদের পক্ষ থেকে হতদরিদ্রদেরকে নগদ টাকা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদ ভবনে জেলা পরিষদ সদস্যদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ঝুমুর, এ্যাড. শরিফা খাতুনসহ জেলা পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের পক্ষ থেকে ৯ উপজেলার প্রায় ২ হাজার ৭‘শ মানুষকে ৩‘শ টাকা করে ৮ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু বলেন, করোনা পিরস্থিতিতে সরকারের নির্দেশনা মেনে মানুষ ঘরের মধ্যে অবস্থান করছেন। অনেকের জরুরী প্রয়োজন থাকা স্বত্তেও নগদ টাকার অভাবে তা মেটাতে পারছেন না। তাই জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক উপজেলায় ৩‘শ দরিদ্র মানুষকে ৩‘শ টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্তিতি স্বাভাবিক না হলে এই সহায়তা অব্যাহত থাকার কথা উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net