1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে যুবলীগ নেতার পুকুর পাড়ের গাছ কেটে ফেলার অভিযোগ মুক্তিযোদ্ধা সন্তানের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

রাউজানে যুবলীগ নেতার পুকুর পাড়ের গাছ কেটে ফেলার অভিযোগ মুক্তিযোদ্ধা সন্তানের বিরুদ্ধে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৪২ বার

রাউজানে মুক্তিযোদ্ধা সন্তান কামরুল হুদা পাভেলের বিরুদ্ধে যুবলীগ নেতা নসির উদ্দিনের পুকুর পাড়ের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।যুবলীগ নেতা নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু জাফর চৌধুরীর সন্তান কামরুল হুদা পাভেল তার দাদা মরহুম নজমুল হুদা চৌধুরীর নামে সড়কের পাশে আমার পুকুর পাড়ের ফলজ গাছ কেটে ফেলেছে।এ ব্যাপারে নাসির উদ্দিন রাউজান থানায় অভিযোগ করেছে বলে জানিয়েছেন।এ ব্যাপারে রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু জাফর চৌধুরী বলেন, আমার পৈতৃক জমির উপর দিয়ে নির্মান করা আমার পিতা মরহুম নজমুল হুদা চৌধুরীর নামে সড়কের পাশে নাসির উদ্দিনের পুকুর।পুকুর পাড়ে সড়কের পাশে রোপন গাছগুলোর ডাল সড়কের উপর এসে পড়ায় বৃষ্টি হলে সড়কের উপর গাছের ডাল থেকে গাছের পাতা ও পানি পড়ে সড়কটি ক্ষতি হচ্ছে।একাধিকবার সড়কের উপর আসা গাছের ডালগুলো কাটার জন্য বলা হলে ও ডালগুলো কাটেনি নাসির উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। গত ১৬ জুলাই শনিবার ও ১৭ জুলাই রবিবার আমার সন্তান কামরুল হুদা পাভেল দুইজন শ্রমিক দিয়ে সড়কের পাশে আগাছা পরিস্কার করার সময়ে নাসিরের বড় ভাই আরিফকে বলে পুকুরের পাড়ের গাছের যে সব ডাল সড়কের এসে পড়েছে তা কাটা হয়। সড়কের পাশে আগাছা পরিস্কার করার সময়ে নাসির উদ্দিন এসে অকথ্যভাষায় গালিগালাজ করে আগাছা পরিস্কার কাজের শ্রমিকদের মারধর করে। এঘটনার বিষয়ে আমি রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net