1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করলেন জামায়াত আমির ড.শফিকুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র! মাগুরায় ডিবি পুলিশের হাতে মাদকসহ আটক-২ ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশী আটক ! যুদ্ধের দামামা, ভারত-পাকিস্তানে মৃত্যু বেড়ে ৩৬ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নিম্নমানের ইট ও খোয়া দিয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ ! চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করলেন জামায়াত আমির ড.শফিকুর রহমান

গংগাচড়া রংপুর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৪৩ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রংপুর জেলার গংগাচড়া ও কাউনিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর সংস্কার বা মেরামতে সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব ডা. শফিকুর রহমান।বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পূনর্বাসন কার্যক্রমের আওতায় জামায়াতের চলমান কর্মসূচীর অংশ হিসেবে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (১৮ জুলাই) সন্ধা ৭.৩০ টায় কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর গুলাই এলাকার তিস্তা নদীর পাড়ে,বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি সংস্কার বাবদ ঢেউটিনসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টীম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওঃ এটিএম আজম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ এনামুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মারুফ,জেলা কর্মপরিষদ সদস্য ও গংগাচড়া উপজেলা আমীর অধ্যাপক মোঃ রায়হান সিরাজী,কাউনিয়া উপজেলা আমীর মোঃ আঃ সালাম সরকার ও গংগাচড়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ তাজ উদ্দিন সহ স্হানীয় নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলের কাছে নির্ধারিত সময়ের একটু পরে আসায় ক্ষমা প্রার্থনা করেন এবং কুশল জানতে জিজ্ঞাসা করেন,কেমন আছেন আপনারা?সকলে সমস্বরে আলহামদুলিল্লাহ বলেন।
এসময় তিনি বলেন,আমি আমীরে জামায়াত হিসেবে নয় বরং ভাই হিসেবে এসেছি। বন্যা অবস্থায় যথাসময়ে আসতে পারিনি। কারণ আমার শরীর একটা আর পা দুইটি। একদিকে গেলে অন্যদিকে যায়না। তাই একই সময়ে সবস্থানে যাওয়া সম্ভব হয়নি।

তবে আপনাদের খোঁজ খবর আমি সবসময় স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে নিয়েছি। পানিতে তলিয়ে থাকাবস্থায় আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাকে ক্ষমা করেছেন তো? সকলে সমস্বরে জি জানায়। এর প্রেক্ষিতে আমীরে জামায়াত বলেন,আমি ভাই হিসেবে সামান্য উপহার নিয়ে এসেছি।আজ কয়েকজনকে দেয়া হচ্ছে।আগামীতে ক্ষতিগ্রস্ত সকলকে পর্যায়ক্রমে দেয়া হবে,ইনশাআল্লাহ।

আমীরে জামায়াত বলেন,আগামীতে এভাবে আর আপনাদেরকে ডেকে এনে দেয়া কষ্ট দেয়া হবেনা বরং আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের সামান্য উপহার পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের দোয়া চাই।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্হা চাই,যে রাষ্ট্রের শাসক হবেন আল্লাহ ভীরু, যারা মানুষের কল্যানের জন্য সর্বদা নিজকে নিয়োজিত রাখবেন এবং আল্লাহর জবাব দীহির জন্য সার্বক্ষণিক পেরেশান থাকবেন।

এমন একটি সমাজ কায়েমের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net