আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
করোনা ভাইরাস কোভিট-১৯ এর কারণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষ ত্রাণ না পেয়ে পৌরসভার সামনে আজ সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সরকারী ত্রাণের জন্য বিক্ষাভ করেন। এ সময় বিক্ষাভ কারী বলেন পৌর মেয়র আতাউর রহমান সরকার ফেসবুকসহ বিভিন্ন সোসাল মিডিয়া প্রচার করে আসছেন পৌর সভার কেউ না খেয়ে থাকলে রাতে পরিচয় গোপন রেখে তাদের বাড়ি বাড়ি ত্রান সহায়তা পৌছে দেওয়া হবে। আমরা গরীব কর্মহীন আমাদের বাড়িতে তো ত্রান এখনো দেওয়া হয় নাই। আমাদের বরাদ্দের ত্রান কই কাকে দিয়েছেন আমরা জানতে চাই। আমরা অনাহারে আছি, কি ভাবে আমাদের দিন যাচ্ছে তা মানুষকে বোঝানো যাবে না। দিনে অানি দিনে খাই, করোনার কারনে ঘর থেকে বের হতে পারছি না। ত্রানের দাবিতে বিক্ষাভকারী জনতাকে পৌর সভার কর্মকর্তা কর্মচারী শান্ত করার চেষ্টা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুযোর্গ বিষয়ক সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মাসুদ রানা বাপ্পি,২ নং প্যানেল মেয়র রিমন তালুকদার, কাউন্সিলার মোখলেছুর রহমান,শাহিন আকন্দ, ফারুক হোসেন, মহিলা কাউন্সিলার রেবেকা সুলতানা শিল্পী ও মারুফা বেগম জহুরা বেগম। বক্তরা বলেন, এসব হতদরিদ্র মানুষের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটো কপি জমা নেন এবং বলেন, পৌরসভায় সরকারী ত্রাণের চাল পৌর মেয়র কোথায় কার মাঝে দিয়েছে তা’ আমরা জানি না। তবে আপনাদের বিষয়টি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হবে।