চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী
বলেছেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গা উৎসব কে
সার্বজনীন উৎসবে পরিণত করার আহবান জানান। বর্তমান সরকার
প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যথারীতি পালনের জন্য সকল প্রকার প্রশাসনিক
সহযোগিতার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে থাকে।সে
ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব
দুর্গা পূজা উপলক্ষে চন্দনাইশের ১২৪টি মন্দিরে ভোগ্য পণ্য বিতরণ করা
হয়। প্রতিটি মন্দিরে ৫’শ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর সকালে দোহাজারী সদরে আসন্ন দুর্গা পূজা
উপলক্ষে চন্দনাইশে ১২৪টি পূজা মন্ডপে ভোগ্য পণ্য বিতরণ অনুষ্ঠান পূজা
উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব
নজরুল ইসলাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, নির্বাহী কর্মকর্তা
নাছরীন আক্তার, আলোচনায় অংশ নেন, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল
ইসলাম জাহাঙ্গীর, প্রধান শিক্ষক বিঞ্চু যশা চক্রবর্তী, আ.লীগ নেতা
আবদুর শুক্কুর, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব
আলী, কৃঞ্চ চক্রবর্তী, সুব্রত বড়–য়া প্রমুখ।