আবু সুফিয়ান :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই’র নির্দেশে কুমিল্লা শহর ও শহরতলীতে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিদের কাফন, দাফন, জানাযা ও সনাতনপ্রথার ব্যক্তিদের সৎকারের লক্ষে একটি বিশেষ টিম গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের সভাপতি খালেদ সাইফুল্লাহ জানান, দলীয় প্রধানের নির্দেশে সারা দেশের ন্যায় কুমিল্লাতেও আমরা এই বিশেষ টিম গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়েও টিম গঠন কার্যক্রম চলমান রয়েছে। আমরা প্রাথমিকভাবে শহর ও শহরতলীর জন্য টিম গঠন করে জেলা প্রশাসক কার্যালয়ে তালিকা জমা দিয়েছি। এবং উপজেলা সমুহকেও টিম গঠন করে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
শহরকেন্দ্রিক যারা সেবা প্রদান করবেন তারা হলো আলহাজ্ব মাওলানা মোঃ তৈয়্যব (টিম লিডার) মাওলানা মোঃ নূর হোসাইন (সমন্বয়কারী)এবং হাফেজ শাহ জালাল, আলহাজ্ব জাহিদ খন্দকার, মুফতি আজিজুল ইসলাম কারিমী, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আলী আকবর, মোঃ সুমন, মোঃ সালেহ আহমদ, মোঃ সাঈদ হায়দার, মোঃ ইউসুফ ইসলাম, মোঃ ফয়জুল্লাহ, মোঃ জাকির হোসাইন, মোঃ কাজী হানিফ।