1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুরান ঢাকাকে নতুন করে সাজাতে কাজ করেছি: সাঈদ খোকন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক আনোয়ার খুটাখালী ক্রিকেট একাদশের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভাষা শহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আনোয়ারা উপজেলা নির্বাচনে দলমত নির্বিশেষে সবার কাছে আনারস মার্কায় ভোট চাইলেন কাজী মোজাম্মেল নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫ ঠাকুরগাঁওয়ে নিবির হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ রাউজানে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আটক- ৩ ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ! Memperkenalkan Slot Sweet Bonanza: Sensasi Manis dari Dunia Perjudian Online Mengenal Lebih Dalam Permainan Slot 888 Bonanza dan Slot Lainnya

পুরান ঢাকাকে নতুন করে সাজাতে কাজ করেছি: সাঈদ খোকন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ১৩০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
রাজধানীর পুরান ঢাকাকে নতুন করে সাজিয়ে তুলতে কাজ করেছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেছেন, পুরান ঢাকাবাসীর জন্য বাহাদুর শাহ পার্ক, আব্দুল আলিম খেলার মাঠ, রসুলবাগ পার্ক, বাংলাদেশ মাঠসহ একাধিক মাঠ আধুনিকায়ন করেছি। এসব মাঠ এখন বিশ্বমানের। রাস্তাঘাট, এলইডি বাতিসহ অনেক উন্নয়ন করেছি।

বুধবার (১১ মার্চ) পুরান ঢাকার নব সজ্জিত বাহাদুর শাহ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র একথা বলেন। ৬ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে এ পার্কটি নতুন করে সংস্কার করেছে ডিএসসিসি। ঐতিহাসিক এ পার্কে পথচারীদের জন্য উন্মুক্ত হাঁটার পথ, বৃষ্টির পানি নিরসনের জন্য চার ফুট গভীর ড্রেন, সিপাহী বিদ্রোহের স্মৃতিস্তম্ভ, অ্যাম্ফিথিয়েটার, ঝলমলে আলোক ব্যবস্থা, মেঝেতে নুড়িপাথর, ট্রাফিক সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা ও একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ‘‘দায়িত্ব ভার গ্রহণের সময় বলেছিলাম, পুরান ঢাকাকে নতুন রূপে সাজাবো। সেই কাজ অনেকটাই শুরু করে দিয়েছি। আমাদের ‘জল সবুজে ঢাকা প্রকল্পের’ আওতায় ৩১টি খেলার মাঠ ও পার্ক নিয়ে কাজ করেছি। আমার মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত। আরও দুই মাসের বেশি সময় রয়েছে। এই মেয়াদের মধ্যেই কমপক্ষে ২৭-২৮টি মাঠ-পার্ক আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো।’

তিনি বলেন, ‘আমি পরিবর্তনের সূচনা করে দিয়ে গেলাম। সবকিছু কর্মময় স্মৃতি রেখে গেলাম। আমি আপনাদের জন্য কাজ করেছি এবং করে যাবো। আমরা রাজনৈতিক জীবন আপনাদের জন্যই ব্যয় করবো। জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন। এখন পুরো দেশটাকে নিয়েই আমাকে ভাবতে হবে। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।’

সাঈদ খোকন বলেন, ‘আমরা যে সব মাঠ-পার্ক করেছি, সেগুলো আন্তর্জাতিক মানের। বিশ্বমানের পার্ক করে দিয়েছি। আমরা চাই মানুষ পার্কে এসে মন খুলে আড্ডা দিক। সব ধরনের অনাচার থেকে মুক্ত থাকুক।’

তিনি বলেন, ‘একসময় রাজধানী ছিল অন্ধকারাচ্ছন্ন। আজ পুরান ঢাকার অলি-গলি এলইডি বাতির আলোয় আলোকিত। আমরা জনসাধারণের জন্য ৫০টি উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণ করে দিয়েছি।’

মেয়র বলেন, ‘অনেক কাজ করেছি। যতটুক সম্ভব, জীবন-প্রাণ দিয়ে চেষ্টা করেছি। ইতিবাচক ধারা সূচনা করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে যিনি দায়িত্ব নেবেন, এই কাজগুলো এগিয়ে নেবেন সেটাই প্রত্যাশা করছি।’

এসময় উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক, সারোয়ার হোসেন আলো, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম