1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে ভূয়া রেশন কার্ডধারী দুই প্রতারক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাঁশখালীতে জায়গা-জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে খালের পাড় দখল করে বসতভিটা, চলাচলে ভোগান্তি ঈদগাঁওয়ে স্কুল ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু ঈদগাঁওয়ে ২৭ লিটার চোলাই মদ ও টমটমসহ ব্যবসায়ী গ্রেপ্তার ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদীর স্মরণে দোয়া মাহফিল রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

টঙ্গীতে ভূয়া রেশন কার্ডধারী দুই প্রতারক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ২৫৮ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীতে শুক্রবার রাতে স্থানীয় মাছিমপুর,গাজিবাড়ি ও মধুমিতা এলাকার দরিদ্র অসহায় দিন মজুরদের সরকারি রেশন কার্ড করে দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি ছবি ও একশত করে টাকা নেয়ার অভিযোগে দুলাল মিয়া (৪৫) ও ওসমান আলী (৩৮) কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, দুলাল মিয়ার নির্দেশে তুরাগ বাসের চালক ওসমান আলী স্থানীয় মাছিমপুর গাজিবাড়ি ও মধুমিতা এলাকার প্রায় ৩শ অসহায় দরিদ্র দিন মুজুরদের গরীবের ব্যাংক সমিতির মাধ্যমে সরকারী রেশন কার্ড করে দেয়ার কথা বলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও দুই কপি ছবিসহ টাকা নিতে থাকে। বিষয়টি এলাকার লোকজনের সন্দেহ হলে তারা পূর্ব থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মাছিমপুর এলাকা থেকে শতাধিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবিসহ ওসমান আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে ওসমান আলী জানায়, সে দুলাল মিয়ার কথা অনুযায়ী লোকজনের কাছ থেকে টাকা ও ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেছি। এদিকে ওসমানকে গ্রেফতারের খবর পেয়ে দুলাল মিয়া ওসমানকে ছাড়িয়ে আনতে থানায় গেলে পুলিশ তাকে আটক করে।
মধ্য বয়সী এক মহিলা নাম প্রকাশে না করার শর্তে থানায় এসে জানায়, দুলাল মিয়া মধুমিতা এলাকায় স্থাপিত গরীবের ব্যাংক নামক একটি সমিতিতে কাজ করার সুবাদে এবং ওই সমিতির মাধ্যমে স্থানীয় দরিদ্র অসহায় মানুষদের সরকারি রেশন কার্ড করে দেওয়ার কথা বলে ওসমানকে দিয়ে টাকাসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংগ্রহ করতে থাকে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়লে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দিলে পুলিশ ওসমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
দুলাল মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বিশ্বনাথপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আর ওসমান আলী বি বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net