1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিকতায় ঐক্য চাই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ – Mengenal Lebih Dekat Slot Fortune Dragon তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা “যোগ্য ব্যক্তিদের বেছে নিন”পছন্দমত প্রতিকে ভোট দিন! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান । ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা । সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক এর মতবিনিময় চন্দনাইশে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত-৫ চন্দনাইশ হাশিমপুরে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ জুনুর গণ-সংযোগ ৭২ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কার স্বার্থে চন্দনাইশ বরুমতি খালের উপর ৩ সেতু আছে সংযোগ সড়ক নেই ৬৫ জন নারী কর্মী পেল ৬৭ লক্ষ ২০ হাজার টাকা  চন্দনাইশে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয় ও সনদ বিতরণ 

মানবিকতায় ঐক্য চাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ১৫৪ বার

#
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
এই স্লোগান সবাই জানলেও বাস্তব জীবনে অনুশীলন করি খুব কম মানুষে। আমরা মানবিকতার চর্চা না করে রাজনীতির চর্চা করি অনেক বেশি …
মানুষ হিসেবে আমাদের যে মানবিক গুন থাকা দরকার সেটার অনুপস্থিতি আজ খুবই লক্ষণীয়। সবকিছুতেই রাজনৈতিক ইস্যু খুঁজি, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য চাই অন্ন, পিপাসার্ত মানুষের জন্য পানি, রোগ শোকে কাতর মানুষের চিকিৎসা, আর্তমানবতার জন্য প্রয়োজন মানবিক সাহায্য।

কষ্ট তখনই লাগে যেখানে মানবিক বিপর্যয় সেখানেই পঁচা রাজনীতির সওদা করে বেড়াচ্ছি আমরা। সহযোগিতা করছি মানুষকে সেখানেও রাজনীতির গন্ধ শুঁকছি আমরা। আমরা যে কোথায় আছি….!!

বৈশ্বিক একটা বিপর্যয় চলছে সে অবস্থাতে আমাদের মানবিকবোধটুকু জাগ্রত হলো না। এটা খুবই দুঃখজনক! এখন যেখানে সহমর্মী আচরণ খুব প্রয়োজন সেখানেও দলমর্মী আচরণ করছি। কে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত সে বিবেচনা করে সহযোগিতার হস্ত প্রসারিত করছি।

আমরা যে এতটাই দলকানা আর দলান্ধ হয়ে গিয়েছিলাম, আমরা যে মানুষ সেটাই ভুলে গেছি। মানবিক বিবেচনার আগেই দলীয় বিবেচনা!

কবির কবিতা মনে পড়ে –
“সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুখে
নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে।”
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ছোট্ট বেলার আওড়ানো সেই বুলি বাস্তব জীবনে কাজেই লাগছেনা…

মানুষকে মানুষের আঙ্গিকে ভালবাসতে হবে। দল মত নির্বিশেষে এখন এক জোট হয়ে এই সঙ্কট মোকাবিলায় কাজ করতে হবে। প্রত্যেক গ্রামে, পাড়া, মহল্লায় বিত্তবানদের সমন্বয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি মানবিকবোধ থেকেই দায়িত্ব নেয়াও জরুরি মনে করছি।
আমাদের জীবনের স্লোগান এমন হোক –
“বাঁচো এবং বাঁচতে দাও।”

কবি নজরুলকে খুব মনে পড়ছে আজ। যিনি আর্তনাদ করেছিলেন –
গাহি সাম্যের গান!
মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান।
আমাদের বুঝা উচিত ধর্ম বা সম্প্রদায় ও রাজনৈতিক পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড়।

পরিশেষে বলতে চাই,দানের ক্ষেত্রে রাজনীতি নাই, মানবিকতায় ঐক্য চাই।

আফজাল হোসাইন মিয়াজী
(শিক্ষক, লেখক ও সাংবাদিক)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম