1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় ব্যবসায়ীর হাতে বনকর্মী লাঞ্চিত! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগের আমলে ঘরে কোরআন-হাদিস রাখা যায়নি– ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন –জামায়াত নেতা দেলাওয়ার, ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে নিহত– ১ আহত– ৭ জন চৌদ্দগ্রামে লরিচাপায় সিএনজি চালক সহ নিহত ২ খাগড়াছড়িতে সহিংস ঘটনায় ৩ নিহত খাগড়াছড়ি শহরে ১৪৪ ধারা জারি লংগদুতে উপজাতীয় সন্ত্রাসী কতৃক মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিরাজদিখানের পাথরঘাটা শাহী মসজিদ এর জায়গা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন  বাঁশখালীতে বর্ণাঢ্য কাওয়ালী জলসায় হাজারো শ্রোতার ভিড় ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বক্তব্যে বলেন, শেখ হাসিনার কোনো ক্ষমা নেই– মির্জা ফখরুল , চৌদ্দগ্রামে বিদ্যুৎ সংকটের অজুহাতে নিয়ম উপেক্ষা করে ১১টায় মাদরাসা ছুটি অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর ক্ষোভ

শরনখোলায় ব্যবসায়ীর হাতে বনকর্মী লাঞ্চিত!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ১৫৯ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরনখোলায় প্রভাবশালী এক মৎস্য ব্যাবসায়ীর মারধরের শিকার হয়েছেন আব্দুল আজিজ( ৫৫) নামের এক বনকর্মী । বন-বিভাগ জানায়, ১০, এপ্রিল (শুক্রবার) বিকালে পুর্ব সুন্দর বনের চাঁদপাই রেঞ্জের কলম তেজী টহল ফঁাড়ির বনকর্মী (বোর্টম্যান) আব্দুল আজিজ বন সংলগ্ন বটতলা বাজারে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা মৃত. মোঃ মোশারফ হোসেন তালুকদারের ছেলে প্রভাবশালী মৎস্য ব্যাবসায়ী মোঃ কামাল হোসেন তালুকদার ওই বনকর্মীর নাম জানতে চান । এ সময় তিনি বন বিভাগের লোক বলে পরিচয় দিলেও কামাল ও তার কয়েক জন সহযোগী ওই বনকর্মীকে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন । এতে তিনি প্রতিবাদ জানালে তাকে চোর আখ্যা দিয়ে মারধর করেন ব্যাবসায়ী কামাল সহ তার সহযোগীরা । এসময় আজিজের শরীরে থাকা শার্টটি ছিড়ে যায় । পরে তিনি ক্যাম্পে ফিরে গেলে মারদরের বিষয়টি বনের উর্ধতন কর্মকর্তারা জানতে পারে ।এ বিষয়ে চাঁদ পাই রেঞ্জের (এ সি এফ) মোঃ এনামুল হক বলেন, ওই বনরক্ষীকে মারধরের বিষয়টি শুনেছি । বিষয়টি অত্যান্ত দুঃখ জনক। তবে, অভিযুক্ত মৎস ব্যাবসায়ীর বিরুদ্বে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য ধানসাগর ষ্টেশন কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমানকে নির্দেশ দেয়া হয়েছে । এ বিষয়ে বনকর্মী আঃ আজিজ মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, শালিশ বৈঠকে কামাল তার অপরাধের কথা স্বীকার করে আমার নিকট ক্ষমা চাওয়ায় সকলের অনুরোধে তাকে মার্জনা করে দিয়েছি । তবে, ষ্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি তা রিসিপ না করায় তার বক্তব্য মেলেনি । অপরদিকে,পুর্ব বন ভিবাগের (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন জানান, সামান্য ব্যাপারে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল । বিষয়টি সন্ধ্যায় স্থানীয় গনমান্য ব্যাক্তিদের উপাস্থিতিতে ধানসাগর ষ্টেশনের (এসও) বিষয়টি মিমাংশা করে দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড করবেন না মর্মে ওই ব্যাবসায়ী একটি মুছলেকা দিয়েছেন। তবে , ব্যাবসায়ী মোঃ কামাল হোসেন তালুকদার বলেন , দেশের করোনা ভাইরাসের কারনে ওই বনকর্মীকে এলাকায় নুতন দেখে তার পরিচয় জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন । এ নিয়ে দু জনের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয় কিন্তু মারধরের কোন ঘটনা ঘটেনি । এছাড়া বিষয়টি ইতিমধ্যে নিষ্পত্তি হয়েগেছে ।##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম