 
																
								
                                    
									
                                 
														
							 
                    নছিউল হক সৌদি আরব প্রতিনিধি :
সৌদি আরবে করোনায় আজ মারা গেছে ৯ জন। এ নিয়ে মোট ২০৯ জন মারা গেল। এছাড়া আজ করোনায় নতুন শনাক্ত হয়েছেন  ১৬৮৭। নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১৯২৮ জন। সৌদি প্রেস এজেন্সি আজ সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সকল তথ্য নিশ্চিত করেছে। 
সৌদি আরবে করোনায় আজ মারা গেছে ৯ জন
আজকে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩৫২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৭৮৩ জন।