আনোয়ারা সংবাদদাতা:
আনোয়ারা উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে ইয়াছিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন স্থানীয় মৃত মনির আহমদের পুত্র বলে জানা যায়।
গত রোববার (২৪ মে) বিকেলে আনোয়ারা উপজেলার তালসরা গ্রামে এই ঘটনা ঘটে।
চট্টগ্রামের আনোয়ারায় কবরস্থানের জায়গা বিরোধ নিয়ে চাচাত ভাইদের সাথে ইয়াছিন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় দায়েরকৃত মামলায় মাছুদা খাতুন (৫২) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ মে দুপুরে উপজেলার পরৈকোরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালসরা গ্রামে যোহরের নামাজ থেকে বাড়ি ফেরার পথে তার উপর এই হামলার ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ওই গ্রামের মৃত মনির আহমদের ছেলে। জানা গেছে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে ইয়াছিনের উপর হামলা চালালে তার মা মাসুমা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে বিকালে সে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য জাফর আহমেদ জানায়, পরিবারের মধ্যে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল ওই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে বলে তিনি নিশ্চিত করেছেন। এই ব্যাপারে নিহতের বড় ভাই শেখ ফরিদ বাদি হয়ে গতকাল রাতে আনোয়ারায় থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত মাসুদা খাতুন (৫২) নামে এক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ওই মহিলা নিহতের চাচী ঘাতকের মা বলে জানা গেছে। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।