1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভিক্টিমের মামলা নিল না ওসি: মার খেয়েও মামলার আসামী আলেকচাঁন ও লিটনরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

ভিক্টিমের মামলা নিল না ওসি: মার খেয়েও মামলার আসামী আলেকচাঁন ও লিটনরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৩৭ বার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়নগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে প্রভাবশালী জমির দালাল ও ঠিকাদার সিন্ডিকেট বাদল, কামাল, শমর আলী ও জলিল গংদের হামলা ও নির্যাতনের শিকার হয়ে এলাকাছাড়া ট্রাক চালক আলেক চাঁন ও লিটনদের পরিবার। মামলাও নিচ্ছে না থানা পুলিশ। উল্টো টাকার বিনিময়ে হামলাকারীদের করা মামলায় আসামী হয়েছেন তারা ১৪ জন।

জানা যায়, ২১ মে বৃহস্পতিবার তুচ্ছ ঘটনা ও গুষ্টিগত দ্বন্দকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে স্থানীয় প্রভাশালী ও ঠিকাদার কামাল-বাদল হামলা চালায় লিটন ও আলেকচাঁনের বাড়িতে। বেশকয়েকজনকে গুরুত্ব জখম, বাড়ি ভাঙচুর ও নগদ অর্থ, গহনা লুট করা হয়। এর পর থানায় অভিযোগ করেন লিটন ও আলেকচাঁন। কিন্তু তাদের অভিযোগ আমলে না নিয়ে মামলার জন্য গড়িমসি করে সোনারগাঁ থানা পুলিশ। ঘটনার একদিন পরে, বাদল কামাল গং দের মামলা আমলে নেয় পুলিশ। সেখানে আসামী হন আলেকচান, লিটন ও তাদের ভাই-সন্তানরা। অথচ হামলা, নির্যাতন, লুটপাটের স্পষ্ট প্রমান থাকলেও ঘটনার ছয়দিনেও ভিক্টিম পরিবারের মামলা নেয়নি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ রয়েছে মোটা অংকের টাকার বিনিময়ে বাদল গংদের মামলা নেয়া হয়েছে।

এব্যাপারে আলেকচান বলেন, বিত্তবান বাদলের প্রভাবে আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। পুলিশের ভূমিকায় আমরা আরো বেশি আতঙ্কিত। মননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ আমাদের প্রার্থনা।

লিটন বলেন, আমরা আ’লীগের কর্মীরা আজ বড় অসহায়, বাদলগংরা সব মেনেস করে আবার আমাদের উপর হামলার পরিকল্পনা করছে। আমাদের বাড়িঘর লুটপাট করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ তাদের এই কাজে সহযোগিতা করতেই আমাদের মামলা গ্রহণ করেনি। গ্রহণ করেছে বাদলগংদের মামলা। আমাদের কিছু হলে পুলিশকে এর দ্বায় নিতে হবে। আমরা এই অভিযোগ নিয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর দফতর যাব।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, তদন্ত করে দেখা যাক। এক পক্ষের মামলা এন্ট্রি হলেও অপর পক্ষের মামলা এন্ট্রি না হওয়ার বিষয়ে বলেন, তদন্ত কর্মকর্তা পংকজের সাথে কথা বলেন।

এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এস আই পংকজ কান্তি সরকার বলেন, আমার হাতে কিছুই নাই, স্যার যা বলে তাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net