1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশুদের ঈদের জামা ও খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা রেজা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা আটক ধোপাছড়ির মানুষের দুঃখ দূর করবে কাঠের সেতুটি ৬ মাস পর ৬ লাখ টাকায় সংস্কার সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার

শিশুদের ঈদের জামা ও খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা রেজা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২২২ বার

জাফরুল আলম : কোভিড-১৯ বাংলাদেশসহ সারাবিশ্বেই সৃষ্টি হয়েছে ভয়ানক পরিস্থিতি। একদিকে আক্রান্তের সংখ্যা যেমন বেড়েই চলছে। অন্যদিকে মৃত্যুর মিছিলেও যুক্ত হচ্ছেন নতুন নতুন নাম। এমতাবস্থায় বাংলাদেশে করোনার আঘাতে কর্মসংস্থানের সংকটে দেখা দিয়েছে খাদ্য সংকট। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে-খাওয়া, অসহায়, দিনমজুর মানুষগুলো। তাদের পাশে মানবিকতার ফেরিওয়ালা হয়ে প্রতিনিয়ত ত্রাণসামগ্রী বিতরণ করছে দেশ সমাজ কল্যাণ সংগঠন।

শুক্রবার রাজধানীর দক্ষিণ সিটির ৪নং ওয়ার্ডের বাসাবোতে ৮০ জন শিশুকে ঈদের নতুন জামা দেয়া হয়। সেই সাথে ৯০ জনকে সেমাই, চিনি, পোলার চাল ও ত্রাণসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

অার এ বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীম, সবুজবাগ থানা আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান মিথুন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সালাম শেখ। অন্যদের মধ্যে অারও উপস্থিত ছিলেন, একই ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন সুজন, যুবলীগ নেতা রাজিবুল ইসলাম রাজিব, বিল্লাল হোসেন, আবুল বাশার, মমিনুল ইসলাম মোমিন, মুন্না, জাকারিয়া, রাব্বি প্রমুখ।

আয়োজক হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জীবন।

ত্রাণ বিতরণের প্রাক্কালে যুবলীগ নেতা রেজাউল করিম রেজা বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সহযোগীতায় প্রতিটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করে যাচ্ছি। পথশিশুদের ঈদের নতুন জামা ও ঈদের খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। তিনি সমাজের সকল সামর্থবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করেন।

রেজা নতুন মেয়রের জন্য সকলের কাছে দোয়া চেয়ে সকলকে নিরাপদে থাকার অনুরোধ করেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার আপনাদের পাশে আছে, থাকবেন। তার প্রতিনিধি হিসেবে আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net