1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অনন্ত প্রেমের পত্রাবলি-৪৮ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

অনন্ত প্রেমের পত্রাবলি-৪৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২২৮ বার


প্রিয় আত্মন,
তুমি কাদের পছন্দ করো, আর কাদের পছন্দ করো না- অনেকবার বলেছো।
যে কেউ তোমার বন্ধু হতে পারে না। তারাই তোমার বন্ধু হতে পারে যারা শিক্ষিত, যাদের টাকা পয়সা আছে। সাফ কাপড় চোপড় পরে।
স্বাস্থ্যবান, মোটাতাজা, ফিটফাট লোকগুলো তোমার খুব কাছের। তোমার একটা মাপকাঠি আছে। তোমার দরবারে তাদেরকেই সামনের সারিতে দেখেছি যারা বিত্তশালী। তারা তোমাকে কাছে না টানলেও তুমি তাদেরকে কাছে টেনেছো। কেন গো?
তুমি বললে, ধর্ম প্রচার করতে চার প্রকারের লোক দরকার। আবুবকর গ্রুপ, ওমর গ্রুপ, ওসমান গ্রুপ, এবং আলী গ্রুপ। প্রথমে আমি বুঝিনি। বোকার মতো তাকিয়ে আছি দেখে তুমি বুঝিয়ে দিলে- ‘আবুবকর গ্রুপ হলো কামলার দল, ওমর গ্রুপ হলো বাটপারের দল, ওসমান গ্রুপ হলো ধনীর দল, এবং আলী গ্রুপ হলো জ্ঞানীর দল’।
কি হলো তাতে? কোন ধর্ম প্রচার হলো?
কামলারা আমলা হয়েছে, ধনী ও বাটপারের দল রাজত্ব করছে, আর জ্ঞানীর দল শহীদ হচ্ছে।
আমাকে প্রতিদিন ২/৩ জন আনফ্রেন্ড করে, ২/৩জন ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়। এ থেকেই বুঝি প্রত্যেকেরই একটি মাপকাঠি আছে। আমারও ছিল। কিন্তু জীবন আমার সঙ্গে অদ্ভুত লীলা করলো! আমি আম চাইলে জাম পাই। জাম চাইলে কাঁঠাল পাই। কাঁঠাল চাইলে আনারস।
এক সময় প্রচণ্ড হতাশা ঘিরে ফেললো আমাকে। সমুদ্র মন্থন করতে হলো। অনেক কষ্ট ও ক্ষতির পর বুঝলাম- জীবনই ঠিক, আমার মাপকাঠি ভুল। অতঃপর একদিন সব মাপকাঠি ভাসিয়ে দিলাম সাগরের জলে। জীবনের কাছে সমর্পণ করলাম। যা হবার হোক। যখন যা ঘটে তাতেই আলহামদুলিল্লাহ।
কখন কী প্রয়োজন, জীবন তা বেশ ভালো করেই জানে। কৃতজ্ঞতা পরমাপ্রকৃতির কাছে এইজন্য যে, তিনি এইভাবেই জীবন সৃজন করেছেন।
জীবন যখন আমার কাছে দুঃখ নিয়ে উপস্থিত হয়, যন্ত্রণায় হৃদয় ভেঙে নীল হয়ে যায়। কিন্তু পরক্ষণেই বুঝতে পারি জাগৃতির জন্য মাঝমধ্যে হৃদয় ভাঙার কতো প্রয়োজন! যতবার প্রতারিত হই ততবার জীবন আমাকে আরো গভীরে ডুব দেওয়ার প্রেরণা দেয় এবং জীবনই আমাকে নিয়ে যায় সেই অনন্ত প্রেমের কাছে, যার কথা এতোদিন ধরে তোমাকে বলছি।
ইউসুফের ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল। জ্ঞান প্রাপ্তির জন্য কূপে পতিত হওয়ার প্রয়োজন ছিল বলেই।
জীবন যতবার আমাকে খাদে ফেলেছে কিছু না কিছু জ্ঞান তা থেকে পেয়েছি; যা ঐ মাপকাঠি অনুসরণ করলে কখনো পেতাম না। আজকাল খাদে পড়া অভ্যাস হয়ে গেছে। ইদানিং ইচ্ছা করেও মাঝে মধ্যে পতিত হই কিছু মানুষকে আনন্দ দেওয়ার জন্য।
তবে কী, এখন যদি ওমর, ওসমানদের সঙ্গে সাক্ষাৎ হয়, অসহ্য লাগে আমার। তারা সমাজের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু আমার কাছে তাদের কোনো গুরুত্বই নেই আর।
প্রিয় আত্মন,
তুমি কি তোমার মাপকাঠিগুলো ফেলে যুক্ত হবে জীবন মন্থনে?
দেখবে নাকি জীবনের অলৌকিক নৃত্য?
জীবন অপেক্ষা করে আছে তোমার জন্য।
অনন্ত প্রেম অপেক্ষা করে আছে তোমার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net