1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ম্যাজিষ্ট্রেটের অভিযান, ৬ ব্যবসায়ীকে কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

ঈদগাঁহতে ম্যাজিষ্ট্রেটের অভিযান, ৬ ব্যবসায়ীকে কারাদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ১৮১ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার :
চলমান করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে প্রশাসন কক্সবাজারে সবস্থ শপিং মল অনির্ধিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে৷

এদিকে প্রশাসনের নির্দেশ অমান্য করে মুনাফালোভী শপিং মল ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে দোকানপাট খোলা রেখে জনসমাগম করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছিল কক্সবাজার সদরের ঈদগাঁহ বাজারের ব্যবসায়রীরা।

এমন সংবাদে কক্সবাজার সদর উপজেলার সহকারী ম্যাজিষ্ট্রেট (ভূমি কর্মকর্তা) মুঃ শাহরিয়ার মুক্তার কয়েক দফা বাজারে এসে ব্যবসায়ীদের সতর্ক করেন।

তারপরও তারা সংশোধন না হয়ে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে ২১ মে বৃহস্পতিবার বিকালে ক্রেতা সেজে এসিল্যান্ড মুঃ শাহরিয়ার মুক্তার বাজারের ডিসি রোডের পূর্ব পাশে দুইটি মার্কেটে অভিযান চালায়।

এসময় হাতে নাতে ৪ জন শপিং মল ব্যবসায়ীকে ধৃত করে। মুহূর্তে মধ্যে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান অন্যান্য দোকানদাররা।

তাৎক্ষণিক ধৃত ৪ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এ ম্যাজিষ্ট্রেট।

পরে তাদেরকে নিয়ে কক্সবাজার যাওয়ার পথে চৌফলদন্ডী বাজারে অভিযান চালিয়ে আরো দুই দোকানীকে ধৃত করে একই সাজা প্রদান করেন।

আটককৃতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

এ ব্যাপারে সহকারী ম্যাজিষ্ট্রেট মুঃ শাহরিয়ার মুক্তার জানান, সরকারি নির্দেশ অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আটককৃতদের ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান অব্যাহত থাকবেন বলে জানান তিনি।

এ সময় ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নির্দেশে এসআই জালাল আহমদ ভুঁইয়া, এএসআই মহি উদ্দীনসহ একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net