1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কারিগর ফাউন্ডেশনের পক্ষ থেকে ঝড় বৃষ্টির মাঝে ও ইফতার বিতরনে ছাত্রলীগের ইয়াছিন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ মে ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো: নাসিরুদ্দীন পাটোয়ারী সৈয়দপুরে দরজার কড়া কেটে ৫ টি গরু চুরি  বাসসের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক নগর ভবন ছেড়ে মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকরা পরিবেশ উপদেষ্টার সাথে নরওয়ের স্টেট সেক্রেটারির বৈঠক এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন নৌপরিবহন উপদেষ্টা তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি- উপদেষ্টা আসিফ মাহমুদ আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে : তথ্য সচিব চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ নবযাত্রায় সৈয়দ রহুল আমিন স্মৃতি একাডেমি সেনবাগে শিক্ষা ক্ষেত্রে নব দ্বার উন্মোচন

কারিগর ফাউন্ডেশনের পক্ষ থেকে ঝড় বৃষ্টির মাঝে ও ইফতার বিতরনে ছাত্রলীগের ইয়াছিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ১৮৬ বার

মাহামুদুল হাসান (নারায়ণগঞ্জ): করোনা আর রোজার এই সময়ে দেশের অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন সামাজিক সংগঠন কারিগর ফাউন্ডেশন। ভালোবাসার হাত বাড়িয়েছেন নিম্নমধ্যবিত্ত, অসচ্ছল এবং অসহায় হতদরিদ্র মানুষের জন্য। জানা গেছে, একুশ রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত অব্যাহত রাখবে ৫০ টাকার ইফতার কার্যক্রম।এখানে আপনি ও ৫০ টাকা ডোনেশন করে নিয়ে নিতে পারেন একজন অসচ্ছল মানুষের ইফতারের দায়িত্ব।

আজ কারিগর ফাউন্ডেশনের কর্মীরা আম্পানের ঝড়ো বৃষ্টিতে ভিজে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের তালতলা, মিরারটেক, বস্তুল, আমবাগ গ্রামে ৮০ টি মানুষের ইফতার দিয়ে আসে। সংগঠনটির সভাপতি ফুয়াদ খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের বাকী কর্মীরা সোনারগাঁওয়ে জামপুরে আমবাগ গ্রামে গরিব বাচ্চাদের জন্য একটি ফ্রী স্কুলের ব্যবস্থা করেছেন ।

ফুয়াদ খন্দকার বলেন, যেখানে সারা বছর ই তারা গরিব বাচ্চাদের সাহায্য এবং তাদের নিয়ে ভালো কার্যক্রম করে যাচ্ছে। ফুয়াদ খন্দকার আরও বলেন অসহায় মানুষ গুলোর পাশে ছিলাম এবং থাকবো । ৫০ টাকায় ইফতার ইভেন্টা এই দুঃসময়ে আগে থেকেই মাথায় ছিলো কিন্তু আমাদের সেচ্ছাসেবীরা সবাই নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন । তাই একটুপরে হলেও ইনশাআল্লাহ ভালো ভাবে শেষ করতে পারবো। সংগঠনের সহ সভাপতি সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের উপ-সমাজ সেবা সম্পাদক ইয়াছিন আরাফাত স্কুল এবং তার আশেপাশের সব গ্রামের ই খবরা খবর রাখেন এবং প্রতি বছর উৎসবে এবং অতিব অসহায় মানুষ গুলোর জন্য বাসায় গিয়ে কারিগর ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী দিয়ে আসেন। সংগঠনের কর্মীরাই রান্না করে, নিজেরাই প্যাকেট করে ইফতার সামগ্রীর বিতরন করেন , অসচ্ছল এলাকা গুলোতে।

ইয়াছিন আরাফাত বলেন, আমরা সারা বছরই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আর এই ৫০ টাকার ইফতার ইভেন্ট টা কারিগরের নতুন এবং সময়োপযোগী একটা সিদ্ধান্ত আর যা সম্ভব হয়েছে আপনাদের মতো কিছু ভালো মানুষদের আর্থিক সহযোগিতায়। তিনি বলেন, এই সময়ে অনেকেই খাদ্য কষ্টে আছেন সে বিবেচনায় আমরা বিভিন্নস্থানে এই ইফতার দিচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার বিতরণ করি।এবং অসহায় মানুষ গুলোর কাছে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসি। আমরা চাই দেশের দরিদ্র মানুষগুলোও যেন ভালো থাকে।ইতিমধ্যে আমরা অসহায় কৃষকের ১৫ বিঘা ধান কেটে মাড়াই করে কৃষকের বাড়িতে দিয়ে এসেছি। কারিগরের মেম্বার আশিক এবং সালাউদ্দিন জানান , রাজধানীর জিগাতলায় একটি মাদ্রাসা এবং ঐ এলাকায়, মানিকগঞ্জ , দাউদকান্দি , এবং সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্পটে স্পটে বিভিন্ন এলাকার হতদরিদ্র, ছিন্নমূল ও অসহায় রোজাদার মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী আমরা দিয়ে যাচ্ছি । আজ আমাদের সাথে কাজ করেছন কারিগর ফাউন্ডেশনের ভলান্টিয়ার শরিফ , আসাদ , কামরুল , শান্ত সহ আর ও অনেকে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net