1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী হাসপাতালে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১৮৩ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ১২ মে (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক তাকে উদ্বার করে রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে জড়িতদের বিরুদ্ধে ১৩মে (বুধবার) দুপুরে শরনখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কুয়েত প্রবাসী ও পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা মোঃ সাখাওয়াত হাওলাদারের স্ত্রী ফাতিমা বেগম (২৮) জানান, তার স্বামী প্রবাসে সুযোগে প্রতিবেশি আঃ সামাদ হাওলাদারের ছেলেরা (মঙ্গলবার) সকালে তাদের ভোগদখলীয় জমির মাটি জোরপূর্বক কাটতে শুরু করলে তিনি বাঁধা দেন এবং শরনখোলা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। ঐসময় প্রতিপক্ষরা খনন কাজ বন্ধ করে তাকে দেখে নেয়ার হুমকি দেন। ওই দিন বিকেলে ফাতিমা তার বোন মাকসুদা বেগমের নলবুনিয়া গ্রামস্থ বাড়ী থেকে তার নিজ বাড়ীতে ফেরার পথে একটি খোলা জায়গায় তার পথ রোধ করেন পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা তার প্রতিবেশি আঃ সামাদ হাওলাদারের ছেলে প্রতিপক্ষ মোঃ মিলন হাওলাদার (৩০), মোঃ সগির হোসেন (৪৫), মোঃ নেহারুল হাওলাদার (৩২), মোঃ মনির হোসেন (৩৫), মোঃ নজরুল ইসলাম (২৮) সহ ৫/৬ জন বখাটে একজোট হয়ে তাকে এলোপাথাড়ী পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন, মোবাইল ফোন সহ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় বখাটেরা। পরে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন বলেন, ফাতিমার জমি অন্যায় ভাবে প্রতিবেশি আঃ সামাদ হাওলাদারের ছেলেরা দখলের চেষ্টা করেছেন এবং তাদের অত্যাচারে ইতিমধ্যে ৪/৫টি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।
তবে, হামলায় সংশ্লিষ্টদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি এবং সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন।
এ শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, এ ঘটনায় মামলা রেকর্ড হচ্ছে, দোষীদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net