1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে ভেজাল ঔষুধ প্রস্তুতকারীর ১ বৎসরের কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

রংপুরে ভেজাল ঔষুধ প্রস্তুতকারীর ১ বৎসরের কারাদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ১৬০ বার

নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার ঃ দেশে যখন মহামারী করোনায় আক্রান্তের বিষয় নিয়ে দেশ ও জাতী চিন্তিত ও মর্মাহত ঠিক সেই মুহুর্তে ভেজাল ঔষুধ প্রস্তুতকারী আতিয়ার রহমান নামে এক অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এই ঘটনায় আতিয়ার রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপতার মুহুর্তে আতিয়ার রহমানের কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাবলেটসহ ভেজাল ওষুধ জব্দ করেন।

শুক্রবার (৮ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাতে নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় বিউটি হ্যাভেন সোসাইটিতে যৌথ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩ রংপুর ও র‌্যাব-১৪ ময়মনসিংহ। এসময় লাইসেন্স ও অনুমোদনবিহীন বিপুল সংখ্যক ট্যাবলেটসহ ভেজাল ঔষুধ প্রস্ততকারক ও ব্যবসায়ী আতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আতিয়ার রহমান (৪৬) পাবনা জেলার সদর এলাকার কুটিপাড়া গ্রামের মৃত সামছুদ্দিন মন্ডলের ছেলে। সে নীলফামারী জেলার সৈয়দপুরের একটি ফ্লাটে থেকে এ/পি-বিউটি হ্যাভেন সোসাইটি নামে প্রতিষ্ঠানের আড়ালে ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাত করতেন।

পরে নীলফামারীর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল ঔষুধ প্রস্তুত ও বিক্রয়ের অভিযোগে গ্রেফতার আতিয়ার রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ নগদ দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের শাস্তি প্রদান করা হয়। উদ্ধারকৃত অনুমোদনবিহীন ভেজাল ওষুধ জনসম্মুখে ধ্বংস করেন র‌্যাবের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net